• ষষ্ঠ শিশুকে বিক্রি করার চেষ্টা, বাবাকে পাকড়াও প্রতিবেশীদের
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কাঁচরাপাড়া পুরসভার এক নম্বর ওয়ার্ডে ফোরম্যান কলোনিতে ছ’দিনের এক শিশুপুত্রকে বিক্রির অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রবিবার এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁচরাপাড়ার বাসিন্দা নিতাই রায় পেশায় ভ্যানচালক। এটি তাঁর ষষ্ঠ সন্তান। সেই শিশুটিকে বিক্রি করার চেষ্টা করছেন বলে তাঁকে পাকড়াও করেন এলাকার বাসিন্দারা।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রবিবার তিনজন মহিলা নিতাই রায়ের বাড়িতে আসেন এবং তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেন। তারপর তাঁরা বেরিয়ে যান। পিছন পিছন শিশুটিকে নিয়ে তার মাও বেরিয়ে যান। পুরো বিষয়টি নিয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা থানায় ঘটনাটি জানান। পাড়ার লোকেদের অভিযোগ, এর আগেও একটা শিশুকে বিক্রি করা হয়েছিল। সেই টাকা দিয়ে টোটো কিনেছেন নিতাই রায়। তা থেকেই লোভ জন্মায় তাঁর। তাই ছ’দিনের শিশুকেও বিক্রি করার চেষ্টা করেন তিনি। তবে অভিযুক্ত বাবা নিতাই রায় বলেন, আমি ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলাম। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
  • Link to this news (বর্তমান)