• ট্রলার থেকে চুরি হচ্ছে ডিজেল থেকে মাছ, উদ্বিগ্ন মালিকরা
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: ট্রলার থেকে চুরি হয়ে যাচ্ছে ডিজেল ও মাছ। এই নিয়ে চিন্তিত ট্রলার মালিকেরা। বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত তাঁরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মালিকদের অভিযোগ, নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীতে দাঁড়িয়ে থাকা ট্রলারগুলি থেকে রাতারাতি ডিজেল চুরি হয়ে যাচ্ছে। সেই ডিজেলই আবার কম দামে খোলাবাজারে বিক্রি হচ্ছে। ট্রলার মালিকদের অনুমান, এই ঘটনার সঙ্গে বেশ কয়েকজন অসাধু মৎস্যজীবী জড়িত রয়েছেন। তাঁরা রাতে এই কাজ করছেন। এ বিষয়ে এক ট্রলার মালিক রণজিৎ হালদার বলেন, এবছর সমুদ্রে সেভাবে মাছের দেখা মেলেনি। ট্রলার চালানোর খরচটুকুও ওঠেনি। প্রায় প্রত্যেক মৎস্যজীবী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তার উপর ট্রলার থেকে এখন প্রায়ই ডিজেল চুরি হয়ে যাচ্ছে। সেই ডিজেল আবার বাজারে বিক্রিও হচ্ছে। কিন্তু কখন এই ডিজেল চুরি হচ্ছে, সেটাই বোঝা যাচ্ছে না। আর শুধু তেল নয়, সমুদ্র থেকে ধরে আনা মাছও চুরি হয়ে যাচ্ছে। বিষয়টি মৎস্যজীবী সংগঠনকে জানানো হয়েছে। কাকদ্বীপের দু’টি মৎস্যজীবী সংগঠনের সম্পাদক বিজন মাইতি ও সতীনাথ পাত্র বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। নদীতে নোঙর করে দাঁড়িয়ে থাকার সময় ট্রলার থেকে তেল ও মাছ চুরি হয়ে যাচ্ছে। এই ঘটনার সঙ্গে সম্ভবত কিছু অসাধু মৎস্যজীবী যুক্ত রয়েছেন। বেশ কয়েকজন ট্রলার মালিক সংগঠনকে বিষয়টি জানিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হবে। এভাবে চলতে থাকলে আগামী দিনে ট্রলার ব্যবসা বন্ধ হয়ে যাবে।  নিজস্ব চিত্র 
  • Link to this news (বর্তমান)