সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর পুরসভার অধিকাংশ ওয়ার্ডে রাস্তার অবস্থা অতি বেহাল। পিচ উঠে খানাখন্দে ভরে গিয়েছে। যাতায়াত করতে হিমশিম খেতে হয় বাসিন্দাদের। ঘটছে দুর্ঘটনাও। রাস্তাগুলি কবে মেরামত হবে, সেই প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ নাগরিকরা। বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস বলেন, বৃষ্টির জন্য রাস্তা মেরামতির কাজ আটকে ছিল। দ্রুত সব ওয়ার্ডের রাস্তা সংস্কার করা হবে।
বারুইপুর পুরসভার ১৭টি ওয়ার্ড। অধিকাংশ ওয়ার্ডেই রাস্তার অবস্থা খারাপ। জলের পাইপলাইন পাতার কাজের পরে রাস্তাগুলির হাল আরও খারাপ হয়েছে। পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে ঋষি বঙ্কিম নগরের গলি, ১১ নম্বর ওয়ার্ডের গোলপুকুর মণ্ডলপাড়ার গাড়ি গ্যারাজ থেকে শুরু করে বৈষ্ণবপাড়া রেলগেট ছাড়িয়ে রাস্তার অবস্থা শোচনীয়। পিচ উঠে ইট বেরিয়ে গিয়েছে। আবার ৪ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া যাওয়ার রাস্তা, পালপাড়া অক্ষয় সঙ্ঘ ক্লাবের আগে এবং ৩ নম্বর ওয়ার্ডের কিছু এলাকা, ১৪ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া ময়লাপোতা রোডের একই অবস্থা। ৬ নম্বর ওয়ার্ডের রাসমাঠ পুকুর সংলগ্ন পিচের রাস্তা ধসে পড়ে যাচ্ছে।
ভুক্তভোগী এলাকার বাসিন্দারা বলেন, রাস্তা খারাপ নিয়ে বলা হলেও হেলদোল নেই কাউন্সিলারদের। দিনের বেলাতেই রাস্তা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না। সন্ধ্যার পরে তা আরও দুষ্কর হয়ে ওঠে। অনেকেই হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন। একবার বলা হল, পুজোর আগে রাস্তা মেরামত হবে। কিন্তু তা হল না। সামনে ভোট আসছে। কিন্তু রাস্তা সংস্কার না হলে ভোট দেব কি না, তা ভাবব। নিজস্ব চিত্র