• বাঁশদ্রোণীর ফাঁকা বাড়ি থেকে সোনা, নগদ সহ দশ লক্ষের সামগ্রী চুরি
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফাঁকা বাড়িতে নগদ ও সোনার অলঙ্কার মিলিয়ে চুরি প্রায় দশ লক্ষ টাকার সামগ্রী। ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণী এলাকায়। চুরির পর ফ্রিজ খুলে খাওয়া-দাওয়া করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় জড়িত সন্দেহে এক অভিযুক্তকে রবিবার গভীর রাতে গ্রেফতার করেছে থানা।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁশদ্রোণীর ওই বাড়ির গৃহকর্তা সহ সকলেই ভাইফোঁটা উপলক্ষ্যে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সামনের দরজায় তালা দেওয়া ছিল। ২ নভেম্বর সকালে সকলে বাড়ি ফেরেন। তালা খুলে ভিতরে ঢুকে দেখেন, পুরো লণ্ডভণ্ড হয়ে রয়েছে বাড়ি। সমস্ত ঘরের তালা ভাঙা। ঘরগুলির আলমারি, ওয়াড্রোবও ভেঙেছে দুষ্কৃতীরা। এমনকী বিছানা পর্যন্ত লণ্ডভণ্ড হয়ে রয়েছে। ফ্রিজের দরজাও খোলা। তাতে থাকা খাবারের কিছুই অবশিষ্ট নেই। তাঁরা দেখেন পিছনের গ্রিল কাটা। তাঁরা বাঁশদ্রোণী থানায় লিখিত অভিযোগ করেন। তাতে উল্লেখ করা হয় ষাট হাজার টাকা ও সোনার অলঙ্কার চুরি গিয়েছে। সব মিলিয়ে যার পরিমাণ প্রায় দশ লক্ষ টাকার কাছাকাছি।

    পুলিশ চুরির কেস রুজু করে। থানার অফিসাররা ঘটনাস্থলে এসে দেখেন, পিছনের পাঁচিল টপকে দুষ্কৃতীরা ভিতরে ঢুকেছে। এরপর গ্রিল কেটে ঘরের ভিতর এসে সোনার অলঙ্কার ও নগদ হাতিয়ে পালিয়েছে। এলাকায় থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে একজনকে চিহ্নিত করা হয়। জানা যায়, জয়ন্ত হালদার নামে ওই অভিযুক্তের বিরুদ্ধে একাধিক কেস রয়েছে বিভিন্ন থানায়। ফাঁকা বাড়ি খুঁজে তিনি জিনিসপত্র হাতান। এরপর তাঁকে ধরা হয় বাঁশদ্রোণী এলাকা থেকে। সোমবার তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। অভিযুক্তপক্ষের হয়ে লিগ্যাল এডের আইনজীবী সৈকত রক্ষিত বলেন, অভিযুক্ত ঘটনায় জড়িত বলে কোনও প্রমাণ নেই। তাঁর কাছ থেকে কিছুই উদ্ধার হয়নি। আর সরকারি আইনজীবী সাজ্জাদ আলি খান বলেন, নির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সওয়াল শেষে তাঁকে পুলিশ হেপাজতে পাঠায় আদালত।
  • Link to this news (বর্তমান)