• চলতি বছরে বিধাননগরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়াল
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও চলতি বছরে অর্থাৎ ২০২৫ সালের প্রথম দশ মাসে বিধাননগর পুরসভা এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়াল। ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নতুন করে ৩৮ জন আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৫। পুরসভার দাবি, গত ২০২২ এবং ২০২৩ সালের তুলনায় সংক্রমণ অনেকটাই কম। তাও যাতে সংক্রমণের হার যাতে না বাড়ে, তার জন্য সব ধরনের পদক্ষেপ করা হয়েছে। নাগরিকদেরও সচেতন করা হচ্ছে। তার জেরে সাফল্যও এসেছে।

    পুরসভা সূত্রে জানা গিয়েছে, ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা বছরের ডেঙ্গু রিপোর্ট সংগ্রহ করা হয়। ২০১৭ সালে বিধাননগরে ৩,১০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। তখন পর্যন্ত তা ছিল সর্বোচ্চ। তবে, ২০২২ সালে ৪,২২২ জন আক্রান্ত হওয়ায় পুরনো রেকর্ড ভেঙে যায়। ২০২৩ সালেও ৩,৯৫৬ জন আক্রান্ত হয়েছিলেন। গত বছর অর্থাৎ ২০২৪ সালে সেই সংখ্যা নেমে এসেছিল মাত্র ৩৯০-এ। এবছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন ২৩০ জন। অক্টোবরে আরও ৭৫ জন আক্রান্ত হয়েছেন। প্রসঙ্গত, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সল্টলেকে ১৫ বছরের এক স্কুলছাত্রী গত ৫ অক্টোবর মারা যায়। সে ইএসআই হাউজিং কমপ্লেক্সে থাকত। সেখানে আরও কয়েকজনও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। পুরসভার দাবি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে।

    ডেঙ্গুতে মৃত্যুর পরই পুর কর্তৃপক্ষ একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করে। মশার লার্ভা মারতে গত ১৬ অক্টোবর গাপ্পি ছাড়া শুরু হয়। ৪১টি ওয়ার্ডের বিভিন্ন খালে আড়াই লক্ষ গাপ্পি ছাড়া হয়েছে। বিধাননগর পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) বাণীব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, এবছর প্রথম থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে। আক্রান্তের গ্রাফ উপরের দিকে ওঠেনি। তাও আমরা রুটিনমাফিক প্রতিদিন অভিযান চালাচ্ছি। যাতে কোনওভাবে সংক্রমণ বেড়ে না যায়।
  • Link to this news (বর্তমান)