এসআইআর নিয়ে পথে তৃণমূল, ডানলপ মোড়ে প্রতিবাদ কর্মসূচি
বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বরানগর: বিতর্কিত এসআইআরকে হাতিয়ার করে জনসংযোগে ঝাঁপিয়ে পড়েছে বরানগরের তৃণমূল নেতৃত্ব। বাড়ি বাড়ি জনসংযোগের পাশাপাশি রাস্তার আন্দোলনকেও সচল রাখতে সোমবার বিকেলে ডানলপ মোড়ে প্রতিবাদ সভা হয়। এসআইআর আতঙ্কে আত্মঘাতী প্রদীপ করের পরিবারকে সুবিচার পাইয়ে দেওয়ার দাবিতে এটা ছিল বরানগর ও কামারহাটি বিধানসভা এলাকার যৌথ প্রতিবাদ সভা। উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, সৌগত রায়, বিধায়ক মদন মিত্র, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছাড়াও দুই পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলাররা। তৃণমূলের এই কর্মসূচিতে ডানলপের বিটি রোডে তীব্র যানজটও তৈরি হয়।
এদিকে, পুজো মিটতেই গত মাস থেকে এসআইআর নিয়ে মানুষকে সচেতন করার জন্য বাড়ি বাড়ি ঘোরা শুরু করেছেন বরানগর পুরসভার দুই সিআইসি তথা জেলা তৃণমলের সহ সভাপতি রামকৃষ্ণ পাল ও অঞ্জন পাল। ২০০২ সালের তালিকা ধরে প্রত্যেক বাড়িতে গিয়ে তাঁদের নাম রয়েছে কি না, তা জানানো হচ্ছে। যাঁদের নাম রয়েছে, তাঁদের কী করণীয়; আর যাঁদের নাম নেই, তাঁদের কী করতে হবে, তাও জানানো হচ্ছে। এসআইআর ফর্ম ফিলাপে কোনও সমস্যা হলে বা বুঝতে সমস্যা হলে তাঁদের সঙ্গে যোগাযোগ বা দলের ক্যাম্প অফিসে যোগাযোগ করার কথাও বলা হচ্ছে।
অন্যদিকে, এদিন বিকেলে বরানগর বিধানসভার তৃণমূল নেতা-কর্মীরা প্রগতি সঙ্ঘের মাঠ থেকে বিটি রোড ধরে মিছিল করে ডানলপ মোড়ে আসেন। একইভাবে কামারহাটি বিধানসভা এলাকার নেতাকর্মীরা রথতলা থেকে মিছিল করে ডানলপ মোড়ে আসেন। এই দুই মিছিলের জেরে বিকেল পাঁচটা থেকে ডানলপের বিটি রোডে তীব্র যানজট হয়। এরপর ডানলপ মোড়ের সার্ভিস রোডে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি হয়। সেখানে তৃণমূল নেতৃত্ব শুধুমাত্র সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গে ভোটের আগে এসআইআর নিয়ে প্রশ্ন তোলে। আগামী কয়েক মাস এনিয়ে মানুষের সঙ্গে সহযোগিতা করার জন্য নেতা-কর্মীদের রাস্তায় থাকার নির্দেশ দেওয়া হয়। নিজস্ব চিত্র