• ২৫ হাজার প্রদীপে সাজবে বাজে কদমতলা ঘাট
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার আরও বড় কলেবরে কলকাতার বাজে কদমতলা ঘাটে পালিত হতে চলেছে দেব দীপাবলি। জানা গিয়েছে, প্রায় ২৫ হাজার প্রদীপে সেজে উঠবে গঙ্গার ঘাট। আগামী বুধবার এই অনুষ্ঠানের উদ্বোধন হবে।

    দু’বছর আগে বাজে কদমতলা ঘাটে দেব দীপাবলি উদযাপনের সূচনা করেছিল কলকাতা পুরসভা। অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন মেয়র পারিষদ তারক সিংহ। এবারও তাঁরই দায়িত্ব। এবছর আরও বড় আকারে দেব দীপাবলি উৎসব হতে চলেছে। যদিও এই অনুষ্ঠানের অনেক আগে থেকে উত্তর কলকাতার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিজয় উপাধ্যায় আহিরিটোলা-শোভাবাজার ঘাটে দেব দীপাবলির আয়োজন করেন।

    দেব দীপাবলি পালনে বেনারসের কাশী বিশ্বনাথ ঘাটের আদলে বাজে কদমতলা ঘাট সাজিয়ে তোলা হয়। কার্তিক পূর্ণিমার রাতে আলো, সঙ্গীত ও ভক্তির মেলবন্ধনে গঙ্গার ঘাট মায়াবী চেহারা নেয়। বুধবার দেব দীপাবলির তিথি। ওই দিন পুরসভার সহযোগিতায় দেবত্র জয়চণ্ডী ঠাকুরাণি ট্রাস্ট করবে পুজো ও সন্ধ্যারতি। অনুষ্ঠানের প্রস্তুতি জোরকদমে চলছে। প্রায় ১০ লক্ষ টাকার সরঞ্জামের বরাত দিয়েছে পুরসভা। প্রায় ২৫ হাজার প্রদীপ দিয়ে গোটা ঘাট সাজানো হবে। আলপনা দেওয়া হবে। গঙ্গার পুজো ও মহাযজ্ঞ হবে। সন্ধ্যা নাগাদ এক ঘণ্টাব্যাপী গঙ্গারতি। পাঁচ হাজারেরও বেশি ভক্ত ও দর্শনার্থীর মধ্যে ভোগ বিতরণ হবে। থাকবে খিচুড়ি, পোলাও, আলুর দম, চাটনি ও পায়েস। পাশাপাশি থাকবে নাচ-গানের অনুষ্ঠান। বাজে কদমতলা ঘাট ও আশপাশের এলাকা সাজানো হবে আলো দিয়ে। বসানো হবে বড় এলইডি স্ক্রিন। সরাসরি দেখানো হবে গঙ্গা আরতির দৃশ্য। তারক সিং বলেন, ‘এবার বাজি ফাটানো হবে না। তাই বেশি সংখ্যায় প্রদীপ জ্বালানো হবে।’  প্রতীকী ছবি
  • Link to this news (বর্তমান)