বৃষ্টি কমতেই পারা পতন শুরু বঙ্গে। কলকাতা-সহ গোটা রাজ্যেই কমেছে তাপমাত্রা। সোমবার কলকাতার রাতের তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় সামান্য পারদ পতন রাজ্যে। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কাল থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। কাল থেকে শুক্রবার পর্যন্ত ফের ব্জ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলে।
কোয়েম্বাটুর বিমানবন্দরের কাছে MBA পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। তদন্তকারীদের হাত থেকে পালানোর চেষ্টা করায় তিন অভিযুক্তের পায়েই গুলি করেছ পুলিশ বলে সূত্রের খবর। রবিবার জোর করে গাড়ি থেকে নামিয়ে তরুণীকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
উত্তরপ্রদেশের বারাবাঁকির দেবা-ফতেপুর রোডে ভয়াবহ দুর্ঘটনা। ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত কমপক্ষে ৬। আহত হয়েছেন দুই জন। সাতসকালে এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য।