• সুপ্রিমে ‘SIR’: মমতাকে পাশে চান স্ট্যালিনের DMK
    এই সময় | ০৪ নভেম্বর ২০২৫
  • এই সময়, নয়াদিল্লি: নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আজ, মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ–সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ি বাড়ি ঘুরে এনিউমারেশন ফর্ম বিলির কাজ শুরু করবেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)৷ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া (সার) নিয়ে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে বিজেপি বিরোধী অনেকগুলি রাজনৈতিক দলই। এই আবহে বিরোধী দলগুলির সঙ্গে আ‍লোচনা করে ‘সার’–কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে উদ্যোগী হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

    তামিলনাড়ুর শাসকদলের দাবি, ‘সার’ সংক্রান্ত মামলায় তৃণমূলকেও পাশে চায় তারা৷ এই ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে পারেন স্ট্যালিন৷ ডিএমকে চাইছে, তাদের দায়ের করা মামলায় সহযোগী মামলাকারী হিসেবে যোগ দিক বাংলার শাসকদলও৷ অসাংবিধানিক পদ্ধতিতে পরিচালিত ‘সার’ স্থগিত করা হোক রাজ্যে, ২০২৬ সালের বিধানসভা ভোটের পরে প্রয়োজনে ‘সার’ শুরু করা হোক তামিলনাড়ুতে— এই দাবিতে চলতি সপ্তাহেই দেশের শীর্ষ আদালতে তামিলনাড়ুতে দায়ের করা হতে পারে৷

    ডিএমকে–র এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বলেন, ‘এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। আমি মনে করি, এটা সঠিক সিদ্ধান্ত। যে ভাবে মানুষ সাফার করছে, যে ভাবে মানুষকে ভয় দেখানো হচ্ছে, আমরা দেখেছি ছ’টি জীবন চলে গিয়েছে, এই মৃত্যুর জন্য কে দায়ী? নির্বাচন কমিশন দায়ী। চিফ ইলেকশন কমিশনারের হাতে রক্ত লেগে রয়েছে। রাজ্য সরকার অথবা সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা না–করে তিনি ‘সার’ ঘোষণা করেছেন। বিজেপির নির্দেশে এটা করেছেন।’

    সম্প্রতি চেন্নাইয়ে একটি সর্বদল বৈঠক ডেকেছিলেন স্ট্যালিন৷ এই বৈঠকে যোগ দেন তামিলনাড়ুর ৪৪টি দলের শীর্ষ প্রতিনিধিরা৷ এই বৈঠকেই সিদ্ধান্ত হয়, আগামী বছরের বিধানসভা ভোটের পরে তামিলনাড়ুতে শুরু হোক ‘সার’— এই দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি লেখার পাশাপাশি সুপ্রিম কোর্টে মামলা করা হবে৷ সূত্রের দাবি, সেই বৈঠকে প্রশ্ন ওঠে, সুপ্রিম কোর্টে বিহারের ‘সার’ নিয়ে এখনও যে মামলার নিষ্পত্তি হয়নি, তার আগে নতুন করে ‘সার’-র বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করলে কোনও সুফল হবে কী না তা নিয়েও৷ ডিএমকে-র শীর্ষ নেতৃত্বের দাবি, বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক অভিসন্ধির বিরুদ্ধে সর্বস্তরে লাগাতার প্রতিবাদ করা জরুরি৷

  • Link to this news (এই সময়)