• দুর্ঘটনায় মৃত্যু নয়, খুন করা হয়েছিল জ়ুবিন গর্গকে, দাবি হিমন্তের
    এই সময় | ০৪ নভেম্বর ২০২৫
  • খুন করা হয়েছিল জ়ুবিন গর্গকে। দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, সিঙ্গাপুরে দুর্ঘটনায় মৃত্যু হয়নি জ়ুবিন গর্গ-এর।

    অবশ্য এর আগেও একই দাবি করেছিলেন তিনি। সেপ্টেম্বরে নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে গিয়ে স্কুবা ডাইভিং করার সময়ে মৃত্যু হয় জ়ুবিন গর্গের। তাঁর মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। এর পরেই এই ঘটনায় পুর্ণাঙ্গ তদন্তের দাবি করেন পরিবারের লোকজন। এই মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্ত কমিটি গঠন করে অসম সরকার। ইতিমধ্যেই এই গায়কের মৃত্যুর ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এ বার এই ঘটনায় যত শীঘ্র সম্ভব চার্জশিট জমা দেওয়ার কথাও জানান অসমের মুখ্যমন্ত্রী।

    আগেই, আগামী ১৭ ডিসেম্বরের মধ্যেই SIT এই ঘটনার চার্জশিট জমা দেবে বলেও জানিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী। তাতে জ়ুবিন গর্গের মৃত্যু নিয়ে অজানা অনেক তথ্য থাকবে বলেও দাবি করেন তিনি। তবে, এই চার্জশিট ওই নির্ধারিত সময়ের আগেই জমা দেওয়া হবে বলে সোমবার জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে জ়ুবিন গর্গের খুনের ঘটনার চার্জশিট জমা দিতে হবে। তবে আমি বলেছি ৮ ডিসেম্বরের মধ্যেই ওই চার্জশিট জমা দিতে।’ এই জন তাঁরা সব দিক থেকে তৈরি বলেও জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।

    তিনি বলেন, ‘বিদেশে কোনও ঘটনা ঘটে থাকলে তা নিয়ে চার্জশিট জমা দেওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সম্মতির প্রয়োজন। আমি রবিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে এই বিষয় কথা বলেছি। এই অনুমতি শীঘ্রই দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।’ অসমের মুখ্যমন্ত্রী জানান, বিশেষ তদন্তকারী দল এই জন্য ৩-৪ দিনের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দেবে। তাঁর আশা, এই অনুমতি পেয়ে গেলেই ৮ ডিসেম্বরের মধ্যে ওই চার্জশিট জমা দেওয়া যাবে।

    উল্লেখ্য, জ়ুবিন গর্গের মৃত্যুর ঘটনায় অপরাধমূলক যড়যন্ত্র, অনিচ্ছাকৃত হত্যা-সহ প্রায় ৬০টি ধারায় মামলা দায়ের হয়েছে।

    অন্য দিকে, অসমের মুখ্যমন্ত্রীর এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। গৌরবের দাবি, অসমের মুখ্যমন্ত্রী যদি জানেন যে সত্যিই এই গায়ককে খুন করা হয়েছিল তাহলে তাঁর উচিত এর প্রমাণ দেওয়া।

  • Link to this news (এই সময়)