• প্রকাশ্য রাস্তায় গুলিবৃষ্টি, প্রাক্তন ক্রিকেটারকে নৃশংস ভাবে হত্যা হরিয়ানায়
    এই সময় | ০৪ নভেম্বর ২০২৫
  • সোমবার সন্ধ্যায় হরিয়ানার গানৌর শহর কেঁপে উঠল একের পর এক গুলির আওয়াজে। প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট কোচ রামচরণকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। ব্যস্ত রাস্তায় ভিড়ের মাঝেই এই হামলা। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রাথমিক তদন্তে অনুমান, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার কারণেই এই ঘটনা। খুনের মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।

    সোমবার পুরো পরিবারের সঙ্গে একটি বিয়ে বাড়িতে যাচ্ছিলেন প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট কোচ রামচরণ। তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও পুত্রবধূ। গানৌরের সাব-ডিভিশনাল হাসপাতালের সামনের রাস্তা যথেষ্ট জনবহুল। সেই রাস্তাতেই ঘটে এই দুঃসাহসিক হামলা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড় রাস্তার ফায়দা তুলেই হামলাকারীরা একটি গাড়িতে করে সেখানে আসে এবং রামকরণের গাড়ি থামিয়ে তাঁকে লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে শুরু করে। গুলিতে ঝাঁঝরা রামকরণ রক্তাক্ত অবস্থায় ওখানেই লুটিয়ে পড়লে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ প্রাক্তন ক্রিকেটারকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সময়ে মারা যান তিনি।

    প্রাক্তন ক্রিকেটার ও কোচ ছাড়াো রামকরণের আরও একটি পরিচয় আছে। সোনিপত পুর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তিনি। রামকরণের পুত্রবধূ বর্তমানে গানৌরের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। প্রাথমিক তদন্তে অনুমান, রাজনৈতিক রেষারেষির কারণেই এই ঘটনা। রাজনৈতিক ময়দানে রামকরণের প্রতিদ্বন্দ্বী ছিলেন সুনীল নামের এক ব্যক্তি। তিনি একসময়ে পুর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। সে সময়েও রামকরণের বিরোধী দলে ছিলেন তিনি। সাম্প্রতিক পুর নির্বাচনে নিহত প্রাক্তন ক্রিকেটারের পুত্রবধূ সোনিয়া সুনীলের স্ত্রীকে পরাজিত করে কাউন্সিলার হন। তার পর থেকেই দুই পরিবারের বিরোধ তুঙ্গে। এই হামলার ঘটনায় সুনীলের দিকেই অভিযোগের আঙুল উঠেছে। তাঁর অঙ্গুলি হেলনেই এই ঘটনা বলে অভিযোগ রামচরণের পরিবারের। অভিযুক্ত সুনীলের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।

  • Link to this news (এই সময়)