• বাজারে সবজি অগ্নিমূল্য! সস্তা মিলছে সুফল বাংলায়, উপচে পড়া ভিড় ক্রেতাদের
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: খুচরো বাজারে বেগুন ৮০ টাকা কেজি। কিন্তু কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ বাজারে মিলছে ৪৫ টাকায়। পেঁয়াজ বাজারে ৩০ টাকা কেজি হলেও সরকারি বিপণন কেন্দ্রের বাজারে  মিলছে ২২ টাকায়। বাজারে ৫০ টাকার নীচে বাঁধাকপি পাওয়া না গেলেও সুফল বাংলার গাড়িতে মিলছে ৩৫ টাকা কেজিতে। আর এরই জেরে জলপাইগুড়িতে সুফল বাংলার স্টলগুলিতে উপচে পড়ছে ক্রেতাদের ভিড়। উল্লেখযোগ্য বিষয় হল, দুর্যোগের জেরে জলপাইগুড়িতে এই মরশুমে নষ্ট হয়েছে প্রচুর সবজি। ফলে বাজারে জোগানে টান পড়েছে। আর এর জেরেই সবজির দাম এখন আগুন। এই পরিস্থিতিতে ক্রেতাদের স্বস্তি দিতে সুফল বাংলার আওতায় ন্যায্য মূল্যের দোকান চালু করেছে কৃষি বিপণন দপ্তর। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের ইন্দিরা কলোনি বাজারে দেখা গেল, সরকারি দোকানে কম দামে সবজি কিনতে সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন ক্রেতারা। যদিও অভিযোগ, স্টক কম থাকায় কয়েক ঘণ্টার মধ্যে ফুরিয়ে যাচ্ছে সেই সবজি। ফলে অনেকেই সুফল বাংলার গাড়ি থেকে সবজি কিনতে পারছেন না। বাধ্য হয়ে বাজার থেকে বেশি দামে সবজি কিনতে হচ্ছে তাঁদের। সহকারী কৃষি বিপণন অধিকর্তা দেবাঞ্জন পালিত বলেছেন, “আমরা সুফল বাংলার গাড়িতে সবজির পরিমাণ বাড়ানোর চেষ্টা করছি। গাড়ির সংখ্যাও বাড়ানোর চেষ্টা চলছে।”
  • Link to this news (বর্তমান)