কলকাতায় আজ একাধিক মিছিল, কোন কোন রাস্তায় কখন যানজট? জানুন
বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর আবহে রাজ্যে ভোটের আগে উত্তেজনা চড়ছে। কেন্দ্রীয় সরকারের পদক্ষেপে রাজ্যে আতঙ্কিত বহু মানুষ। এমতাবস্থায় রাজ্যের মানুষকে অভয়বাণী দিতে পথে নামছে তৃণমূলও। আবার বিরোধী দলগুলিও পাল্টা রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছে। এরফলে মঙ্গলবার একাধিক মিছিল-মিটিংয়ের সাক্ষী থাকতে পারে শহর কলকাতা। কোন কোন রাস্তায় যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে দেখে নেওয়া যাক।বিকেল ৪.৩০: বিআর আম্বেদকর স্ট্যাচু থেকে শুরু হয়ে একটি মিছিল যাবে রেড রোড-আর আর অ্যাভিনিউ -ডোরিনা ক্রসিং- জে.এল নেহেরু রোড- কেসি দাস- সিআর অ্যাভিনিউ এই রুটে। ফলে বিকেলের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় সাময়িক যানজট থাকতে পারে।এছাড়াও, একই সময়ে মিছিল বেরোতে পারে কলেজ স্ট্রিট, এম.জি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর লেনেও। অন্যদিকে, বিকেল ৫টা ৩০ মিনিটে টালিগঞ্জ সার্কুলার রোড ও চেতলা রোডেও হতে পারে মিছিল। সেক্ষেত্রে ওই রাস্তাতেও শ্লথ হতে পারে গাড়ির গতি।