মেঘাচ্ছন্ন হতে পারে আকাশ, মঙ্গলবার কেমন থাকবে কলকাতার আবহাওয়া
বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার সকাল থেকে চড়া রোদের ব্যাটিং শুরু। কার্যত রোদ ঝলমলে শহর কলকাতা। কিন্তু আবহাওয়া দপ্তরের শঙ্কা দুপুরের পর আংশিক ভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে আকাশ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আজ মঙ্গলবার দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২২ ডিগ্রির আশেপাশে।গতকাল, সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ১.১ ডিগ্রি কম। আবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি।আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, উত্তুরে হাওয়া কিছুটা আসতে শুরু করেছে। কিন্তু তার জন্য তাপমাত্রা বিশেষ একটা কমছে না। কারণ দেশের যে উত্তর অংশ থেকে হাওয়া আসছে সেখানেই এখনও খুব একটা ঠান্ডা পড়েনি। আবহাওয়াবিদরা বলছেন, নভেম্বর মাসে দিন যত পেরোবে তত তাপমাত্রা কমবে। এমনটাই আশা করা যায়। কলকাতায় গত ১০ বছরে নভেম্বরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রিতে নামার একাধিক নজির আছে। তবে সবগুলো নভেম্বরের শেষ সপ্তাহে