• ‘প্রতি বছর অজুহাত বদলায়…’, দিল্লির দূষণ নিয়ে ‘ডাবল ইঞ্জিন’ বিজেপিকে তোপ রাহুলের
    প্রতিদিন | ০৪ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার ফের ‘ভীষণ খারাপ’ পর্যায়ে পৌঁছেছে দিল্লির বাতাসের গুণগত মান। মঙ্গলেও নিস্তার নেই ধোঁয়াশায়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-এর মতে, দিনে সাতটার বেশি সিগারেট সেবন করলে ফুসফুসে যে পরিমাণ ক্ষতি হয়, বর্তমানে দিল্লির বাতাসে শ্বাস নিলে, সেই পরিমাণ ক্ষতি হতে পারে। অন্যদিকে সুপ্রিম কোর্টে দিল্লির দূষণ সংক্রান্ত মামলার শুনানিতে জানা গিয়েছে যে দীপাবলিতে দিল্লির দূষণ সংক্রান্ত সঠিক তথ্যই নেই প্রশাসনের কাছে! ঘরে-বাইরে প্রশ্নের মুখে পড়া বিজেপি সরকারেরর অস্বস্তি আরও বাড়ালেন রাহুল গান্ধী। সোমবার কংগ্রেস নেতা সোশাল মিডিয়ার একটি পোস্টে অভিযোগ করলেন, “বছর বছর দিল্লির দূষণ একই থেকে যায়, কেবল বিজেপি অজুহাত বদলায়।” পালটা কংগ্রেস ও আপের ঘাড়ে দায় ঠেলল গেরুয়া শিবির। 

    মঙ্গলবার এক্স হ্যান্ডেলের পোস্টে সরাসরি লোকসভা বিরোধী দলনেতা তোপ দাগেন, “বছর বছর দিল্লির বাতাস আরও বিষাক্ত হয়ে উঠছে, আর বিজেপি সরকার অজুহাত বদলাচ্ছে। এখন তো বিজেপি কেন্দ্র এবং দিল্লি দু’জায়গাতেই শাসন করছে, আর অজুহাত চলবে না। মানুষ প্রতিশ্রুতি চায় না, দূষণহীন বাতাস চায়।” এই বক্তব্যের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন রাহুল গান্ধী। সেখানে তাঁকে দিল্লির বিষবাতাস নিয়ে একজন পরিবেশবিদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে।

    পালটা রাজধানী শহরের দূষণ নিয়ে কংগ্রেস এবং আপকে দুষছে গেরুয়া শিবির। বিজেপি নেতা মনজিন্দর সিং সির্সা পালটা সোশাল মিডিয়া পোস্টে বলেছেন, “দিল্লির দূষণ পরিস্থিতির জন্য ১৫ বছরের কংগ্রেস সরকার এবং ১০ বছরের আপ সরকারের আমল দায়ী।” এমনকী তাঁর দাবি, “গত দশ বছরের মধ্যে বিজেপি সরকারের অধীনেই চলতি বছর সবচেয়ে বায়ুর সবচেয়ে উন্নত মান রেকর্ড করা হয়েছে।”

    একদিকে যখন বিভিন্ন দলের নেতারা দিল্লির দূষণ নিয়েও রাজনীতি করছেন, তখন সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের ওয়েবসাইটের দেওয়া তথ্য বলছে, মঙ্গলবার সকাল সাতটায় রাজধানীর গড় দূষণের মান (একিউআই) ৩০৯, অর্থাৎ ‘খুব খারাপ’। এমনকী আলিপুর, আনন্দ বিহার, বুরারি এবং ওয়াজিপুর এলাকায় বাতাসের মান ৪০০ ছাড়িয়েছে। যা ‘ভয়ংকর’ পর্যায় পড়ে। পরিবেশবিদরা সতর্ক করছেন, একে অপরকে দোষারোপে সমস্যার সমাধান হবে না। বরং জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে।
  • Link to this news (প্রতিদিন)