• উলুবেড়িয়ায় আত্মঘাতী যুবক, আবারও SIR-উদ্বেগের বলি?
    এই সময় | ০৪ নভেম্বর ২০২৫
  • উলুবেড়িয়ায় আত্মঘাতী এক যুবক। বছর ৩০-এর ওই যুবকের নাম জাহির মাল। মঙ্গলবার সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। উলুবেড়িয়া-২ ব্লকের খালিসানি গ্রামপঞ্চায়েতের বাসিন্দা ছিলেন তিনি। এলাকা সূত্রে খবর, স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR-এর দিনক্ষণ ঘোষণা হতেই আতঙ্কে ভুগছিলেন জাহির। এরই মধ্যে এই ঘটনা। SIR-সংক্রান্ত উদ্বেগে এই নিয়ে সাত জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। দিনহাটার এক বৃদ্ধ আত্মহত্যার চেষ্টা করেন। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

    বুথে বুথে এনিউমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে আজ, মঙ্গলবার থেকে। এ দিনই আরও এক আত্মহত্যার ঘটনা। স্থানীয় সূত্রে খবর এসআইআর নিয়ে গত কয়েক দিন ধরে আতঙ্কে ছিলেন জাহির। বিষয়টি তাঁর বাড়ির লোকজনকেও জানান। এ নিয়ে মনমরা ছিলেন তিনি।

    এরই মধ্যে মঙ্গলবার সকালে বাড়ি থেকে জাহিরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এর আগে উত্তর ২৪ পরগনার পানিহাটি, বীরভূমের ইলামবাজার, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, পূর্ব বর্ধমানের জামালপুর, হুগলির ডানকুনি, পূর্ব মেদিনীপুরের রামনগরে ৬ জনের মৃত্যুতে SIR-উদ্বেগের অভিযোগ উঠেছে। হাওড়ার উলুবেড়িয়া সেই তালিকায় যুক্ত হলো এ বার।

  • Link to this news (এই সময়)