ছত্তিসগড়ের বিলাসপুরে বড় মাপের রেল দুর্ঘটনা। মালগাড়িকে ধাক্কা একটি যাত্রিবাহী ট্রেনের। যাত্রিবাহী ট্রেনটি কোরবা প্যাসেঞ্জার ট্রেন ছিল বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ‘দৈনিক ভাস্কর’-এর এক প্রতিবেদন অনুযায়ী প্রাথমিক ভাবে ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যাত্রীবাহী ট্রেনটি রায়গড়ের গেভরা থেকে বিলাসপুরে যাচ্ছিল। আর মালগাড়িটি আসছিল বিলাসপুরের দিক থেকে। বিলাসপুর রেলওয়ে স্টেশনের কাছে লাল খন্ডের কাছে একই ট্র্যাকে এই দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, স্বাভাবিক ভাবেই এখনও তা স্পষ্ট নয়।
ঘটনাস্থলের ছবি-ভিডিয়োয় দেখা গিয়েছে, যাত্রিবাহী ট্রেনটির একটি কামরা উঠে গিয়েছে মালগাড়িটির উপরে। আর বেশ কয়েকটি কামরা রেললাইন তেকে ছিটকে পড়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেল কর্মকর্তা ও কর্মচারীরা। আহতদের উদ্ধারে বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্সও পাঠানো হয়েছে ঘটনাস্থলে। প্রাথমিক ভাবে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারাই।