• ফর্ম বিলি শুরু হলেও BLO-র সঙ্গে শুধুই তৃণমূলের এজেন্ট, দেবানন্দপুরে বিরোধী দলের এজেন্ট না থাকায় উঠছে প্রশ্ন
    এই সময় | ০৪ নভেম্বর ২০২৫
  • পূর্ব ঘোষণা মতোই ৪ নভেম্বর থেকেই শুরু হয়েছে SIR-এর এনিউমারেশন ফর্ম বিলি। কমিশন নিযুক্ত বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন। সঙ্গে থাকছেন বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরাও। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে অশান্তির খবর মিললেও ব্যতিক্রমী ছবি ধরা পড়ল হুগলির দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। BLO-র সঙ্গে ফর্ম বিলির সময়ে রয়েছেন কেবল তৃণমূল কংগ্রেসের এজেন্ট।

    সূত্রের খবর, কমিশনের নির্দেশিকা অনুযায়ী, মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে শুরু করেছেন BLO রিমঝিম ঘোষ। কী ভাবে ফর্ম ফিলআপ করতে হবে তা বুঝিয়ে দিচ্ছেন তিনি। ফর্ম ফিলআপ করতে অসুবিধা হলে নিজের ফোন নম্বরও দিয়েছেন স্থানীয়দের। জানিয়েছেন, কয়েকদিন পরে এসে ফর্ম নিয়ে যাবেন।

    সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখতে BLO-দের সঙ্গে সব দলেরই এজেন্ট যাওয়ার কথা। কিন্তু, এখানে দেখা গেল এক অন্য চিত্র। BLO-র সঙ্গে রয়েছেন তৃণমূলের এজেন্ট। তিনি তৃণমূলের জীবনানন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ ধর। কিন্তু বিজেপি বা সিপিএমের কোনও এজেন্টকে দেখা যায়নি।

    তৃণমূলের জীবনানন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান বলেছেন, সারা বছর তৃণমূল বিপদে আপদে সাধারণ মানুষের পাশে থাকে। গত নির্বাচনে এই বুথে তৃণমূলের থেকে বেশি ভোট পেয়েছিল বিজেপি। কিন্তু তাও তাঁদের কোনও এজেন্টকে আজ এখানে পাওয়া যাচ্ছে না।

    যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তুষার মজুমদার। তিনি জানিয়েছেন, বিজেপির এজেন্টরা কাছাকাছিই ছিলেন।

  • Link to this news (এই সময়)