• SIR ঘোষণার পরেই ভুয়ো Birth Certificate তৈরির ধুম, ‘প্রমাণ’ দিয়ে বিস্ফোরক শুভেন্দু
    এই সময় | ০৪ নভেম্বর ২০২৫
  • কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। SIR-এর জন্য প্রয়োজনীয় নথি জাল করার অভিযোগ নিয়ে CEO মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করল শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপির প্রতিনিধি দল।

    SIR-এর পরে প্রয়োজনীয় নথির মধ্যে অন্যতম হলো বার্থ সার্টিফিকেট। শুভেন্দুর অভিযোগ, SIR ঘোষণার পর থেকে লাগাতার বেআইনি ভাবে জন্ম শংসাপত্র ইস্যু করা হচ্ছে। বিজেপির অভিযোগ, যখন বার্থ রেজিস্ট্রেশন অফলাইন মাধ্যমে হতো, সেই সময়ের তারিখ ব্যবহার করে Delayed Birth Registration করা হচ্ছে। যাতে SIR-এর নথি যাচাইয়ের ক্ষেত্রে সমস্যা না হয়। শুভেন্দুর অভিযোগ, স্থানীয় স্তরের তৃণমূল নেতৃত্ব, কাউন্সিলার এবং পঞ্চায়েত প্রধান এই গোটা প্রক্রিয়ার সঙ্গে জুড়ে রয়েছেন। শাসকদলের সঙ্গে প্রশাসনের একাংশের বিরুদ্ধেও জাল শংসাপত্র বিশেষ করে জাল বার্থ সার্টিফিকেট তৈরির কাজে জড়িত রয়েছেন বলে অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা।

    বিজেপির অভিযোগ, জন্ম শংসাপত্র জাল করার ক্ষেত্রে নতুন পন্থা অবলম্বন করেছে তৃণমূল। প্রথমে অফলাইন পদ্ধতিতে জাল জন্ম শংসাপত্র তৈরি করা হচ্ছে। তারপরে সেটি হারিয়ে গিয়েছে বলে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে। তারপরে সেই নথি দেখিয়ে নতুন করে বার্থ সার্টিফিকেট ইস্যু করানো হয়েছে। স্থানীয় থানায় এমন অভিযোগের সংখ্যা বেড়ে গিয়েছে বলেও দাবি বিজেপির। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং কোচবিহারে বেশি করে জাল শংসাপত্র তৈরির কাজ হচ্ছে বলে অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার। তাঁর দাবি, মৃত ব্যক্তিদের জীবিত হিসেবে দাখিল করে ভোটার তালিকায় নাম তুলে রাখার জন্য কৌশল করছেন স্থানীয় তৃণমূল নেতারা।

    শুভেন্দু অধিকারীর দাবি, জাল নথি দেখানো এবং ভুয়ো তথ্য দেওয়া হলে আইনগত ভাবে কড়া পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে সিইও অফিসের তরফে। পাশাপাশি বিএলও-দের সম্পূর্ণ তালিকা ওয়েবসাইটে তোলার জন্য নির্দেশ দেওয়ার দাবি করেছে বিজেপি।

    যদি কোনও এলাকার ভোটার মারা গিয়েছেন অথবা ওই এলাকা থেকে অন্যত্র চলে গিয়েছেন, এমন রিপোর্ট বিএলও দিয়ে থাকেন। সেক্ষেত্রে যদি ওই পরিবারের তরফে সেই ব্যক্তির এনিউমারেশন ফর্ম জমা দেওয়া হয়, তাহলে সেই ফর্মগুলি পুরোদস্তুর খুঁটিয়ে দেখতে হবে ERO- দের। এমনটাও দাবি করেছে বিজেপি। চলতি বছরে ২৪ জুনের পরে যে যে রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, সেগুলি যেন ERO ইস্যুয়িং অথরিটির কাছ থেকে যাচাই করে, সেই দাবিও করা হয়েছে।

    এ দিন সিইও অফিসে সাংবাদিক বৈঠকের পরে সোদপুর থেকে বিজেপির মিছিলে যোগ দেন শুভেন্দু অধিকারী। NO SIR,NO VOTE-এর দাবি তুলে বিজেপি কলকাতা উত্তর শহরতলির জেলার উদ্যোগে এই মিছিল হয়েছে। সোদপুর মোড় থেকে আগরপাড়া পর্যন্ত এই পরিবর্তন যাত্রার কর্মসূচি নেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)