• পাতালপথে ভোগান্তি, ব্লু লাইনের একাংশে হঠাৎ বন্ধ মেট্রো...
    এই সময় | ০৪ নভেম্বর ২০২৫
  • ফের মেট্রো বিভ্রাট। ব্লু লাইনে পাতালপথে থমকাল রেক। আংশিক মেট্রো চলাচল বন্ধ। মঙ্গলবার দুপুরে কবি নজরুল মেট্রো স্টেশন থেকে ঘোষণা করা হয়, অনিবার্য কারণবশত শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলবে। আবার সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলবে। কপালে হাত পড়ে যায় যাত্রীদের। যদিও বিকেল ৪টে নাগাদ আবার পরিষেবা স্বাভাবিক হয় বলে মেট্রোর তরফে জানানো হয়েছে।

    কলকাতায় মিছিল। বাস, ক্যাব ছেড়ে যাঁরা মেট্রোয় উঠেছিলেন, চরম ভোগান্তিতে পড়তে হয় তাঁদের। কবি নজরুল স্টেশন থেকে ২টো ৪০-এ যে মেট্রো ছেড়েছিল ৩টে ১০ মিনিটে এসে পৌঁছয় নেতাজি স্টেশনে। কোনও মতে রবীন্দ্র সদন এসে থামে। এর পরেই মেট্রোর আলো, এসি নিভিয়ে দেওয়া হয়। যাত্রীদের নেমে যেতে ঘোষণা করা হয় বলে জানান এক যাত্রী।

    মেট্রোর তরফে জানানো হয়েছে, ময়দান স্টেশনে সমস্যা হয়েছে। তার জেরেই এই সমস্যা। তবে সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত কোনও অসুবিধা নেই। মেট্রোর ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছন। পরে ৪টে নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়।

  • Link to this news (এই সময়)