• রাতে পারদ নামছে, বঙ্গোপসাগরে নয়া নিম্নচাপের বাংলায় কী প্রভাব? পূর্বাভাস
    আজ তক | ০৪ নভেম্বর ২০২৫
  • ঘূর্ণিঝড় 'মন্থা'র প্রভাবে উত্তাল সমুদ্র শান্ত হওয়ার আগেই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় এটি ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। এবং উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে মায়ানমার ও বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে যাবে।

    এর প্রভাবে সমুদ্র আপাতত উত্তাল থাকবে এবং ঘণ্টায় ৩৫-৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই গভীর সমুদ্রে মাছ ধরার ওপর আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    রাজ্যের আবহাওয়া
    আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে তেমন সরাসরি পড়বে না। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটের ওপর শুকনো থাকবে। তবে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী অন্যান্য এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে।

    উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে। তবে দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য অঞ্চলে রাতে ও ভোরে কুয়াশার সম্ভাবনা রয়েছে।

    কলকাতার তাপমাত্রা
    মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি কম। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের আশা নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে।

    সতর্কতা ও পরামর্শ
    মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সাধারণ মানুষ ও পর্যটকদেরও সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া ও আংশিক বৃষ্টিপাতের জন্য সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

     
  • Link to this news (আজ তক)