২০০২ সালের ভোটার তালিকা থেকে উধাও ৪২৫ জনের নাম! আতঙ্কে রাস্তা অবরোধ
বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, কোচবিহার: এসআইআর নিয়ে রাজ্যজুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ। এরইমধ্যে বিতর্কের সৃষ্টি হল মাথাভাঙার ডাংকোবা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকা থেকে উধাও হয়ে গিয়েছে ৪২৫ জন ভোটারের নাম।সম্প্রতি এই নিয়ে বিডিও অফিসে অভিযোগও দায়ের করেছেন বাসিন্দারা। কিন্তু বিডিও অফিস থেকে জানানো হয়েছে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। ঘটনায় এসআইআর নিয়ে চরম আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।এরই প্রতিবাদে মঙ্গলবার সকালের পর মাথাভাঙা শিলিগুড়ি রাজ্যসড়কের ডাংকোবা এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ঘন্টাখানেক অবরোধ চলে। অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে মাথাভাঙা থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। অবরোধকারীদের দাবি, দ্রুত সঠিক ভোটার তালিকা প্রকাশ করতে হবে। নইলে আরও বড়ো আন্দোলনে শামিল হবেন তাঁরা।