স্বাস্থ্য সুবিধা নিতে গিয়ে বিপাকে পেনশন প্রাপকেরা, জমা দেওয়া হল স্মারকলিপি
বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের দাবিতে সিএমওএইচকে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতি। তাঁদের দাবি, জলপাইগুড়িতে মেডিকেল কলেজ হাসপাতাল থাকা সত্ত্বেও সেখানে এখনও বহু বিভাগ চালু হয়নি। অভাব রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের। ফলে রোগীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। এছাড়াও, জলপাইগুড়ির একটি নার্সিংহোম ছাড়া অন্য কোনও নার্সিংহোমে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাওয়া যায় না বলে অভিযোগ। ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে পেনশনার্সদের।তাঁদের দাবি, এমনিতেই ফ্যমিলি পেনশনের অবস্থা ভালো নয়। তার উপর জলপাইগুড়ি জেলায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ভালো না হওয়ায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের অনেকেই ঠিকমতো চিকিৎসা করাতে পারছেন না। দ্রুত জলপাইগুড়ি সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন এবং সেইসঙ্গে স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানানো হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির তরফে।