• শ্লথ গতিতে শুরু ইনিউমারেশন ফর্ম বিলি, চালু হয়নি অনলাইন প্রক্রিয়া
    বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  মঙ্গলবার শ্লথ গতিতে শুরু হল ইনিউমারেশন ফর্ম বিলি। রাজ্যের অধিকাংশ জায়গা থেকে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, প্রথম দিন এক একজন বিএলও  হাতে পেয়েছেন ১০ থেকে ১৫টি করে ফর্ম। তবে বেলা গড়ালে এবং বুধবার এই হার দ্রুত বৃদ্ধি হবে বলেই মনে করা হচ্ছে। আলিপুরদুয়ার জেলার বেশ কিছু জায়গায় বিএলওরা এখনও কিট পাননি বলে দাবি করেছেন। আবার দুর্গাপুর এলাকার দু’ একটি জায়গায় সাধারণ মানুষ তাঁদের বিএলওকে ফোন করায় তাঁরা কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। তাঁদের জায়গায় অপর একজনের নাম দেওয়া হয়। কিন্তু তাঁকে যোগাযোগ করলে, তিনি জানিয়েছেন এখনও হাতে অর্ডার পাননি। ফলে বিষয়টি নিয়ে জটিলতার সৃষ্টি হয়।অন্যদিকে, বেলা সাড়ে ১১ টা পর্যন্ত মুর্শিদাবাদর জঙ্গীপুর মহকুমায় ফর্ম বিলি শুরু হয়নি। কারণ, ইনিউমারেশন ফর্ম বিএলওরা হাতে পাননি বলে দাবি।  ফর্ম বিলি শুরু হয়নি ধূপগুড়িতেও। সেখানেও একই সমস্যা। কোথাও ফর্ম ছেপে আসেনি বলেও কাজ শুরু হয়নি বলে জানা গিয়েছে। এরইমধ্যে কমিশন ‘অন ডিউটি’ নিয়ে সিদ্ধান্ত না নেওয়ায় কাজ শুরু করলেন না পেশায় শিক্ষক শিলিগুড়ি বিএলও কুন্তল চৌধুরি। অন্যদিকে, মঙ্গলবার থেকে অনলাইন প্রক্রিয়া শুরু হচ্ছে না। অনলাইনে ইনিউমারেশন ফর্ম পূরণ করা যাচ্ছে না বলে জানা গিয়েছে। যাঁরা কর্মসূত্রে বাইরে রয়েছেন, তাদের জন্য অনলাইনে ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু আজ অনলাইনে ফর্ম পূরণ করতে গিয়ে সমস্যায় পড়েন বহু মানুষ। সিইও অফিস সূত্রে খবর, প্রযুক্তিগত সমস্যার জন্য এমনটা হয়েছে। বিষয়টি দ্রুত ঠিক করার চেষ্টা চালানো হচ্ছে।
  • Link to this news (বর্তমান)