‘এসআইআর আতঙ্কে’ ফের মৃত্যুর অভিযোগ, ফর্ম বিলির প্রথম দিনেই আত্মঘাতী উলুবেড়িয়ার যুবক
বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজ্যে এসআইআর নিয়ে আতঙ্ক চরমে উঠছে বলে অভিযোগ। এরইমধ্যে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ইনিউমারেশন ফর্ম বিলি। এসআইআর-এর কাজের প্রথম দিনেই উলুবেড়িয়ায় ঘটল মর্মান্তিক ঘটনা। আত্মঘাতী হলেন এক ৩০ বছরের যুবক। পরিবারের দাবি, এসআইআর আতঙ্কেই আত্মহত্যা করেছেন তিনি।পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম জাহির মাল (৩০)। তিনি উলুবেড়িয়া ২ নং ব্লকের খলিসানি গ্রাম পঞ্চায়েতের মালপাড়ার বাসিন্দা। মৃতের পরিবারের সূত্রে জানা গিয়েছে, এসআইআর নিয়ে গত কয়েকদিন ধরে আতঙ্কে ছিল ওই যুবক। বিষয়টি সে তার পরিবারের লোককে জানিয়েছিল। যদি তার নাম বাদ দেওয়া হয় তাহলে তাঁকে পরিবার থেকে আলাদা থাকতে হবে, এই আতঙ্কের কথা পরিবারের সদস্যদের শুনিয়েছিল জাহির। খলিসানি গ্রাম পঞ্চায়েতের পূর্ত বিভাগের সঞ্চালক শেখ জিয়াউল জানান, জাহিরের পরিচয় পত্রে কিছু ভুল ছিল। গত কয়েকদিন ধরে সে সেটা ঠিক করার জন্য বিভিন্ন জায়গা ছোটাছুটি করছিল। কিন্তু সেগুলো ঠিক করতে পারছিল না।যেটা নিয়ে মানসিকভাবে খুব দুশ্চিন্তায় ছিল জাহির। আর এরপরেই এই দুঃখজনক ঘটনা। মঙ্গলবার সকালে বাড়িতে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। এদিকে এই ঘটনার খবর পাওয়ার পর মৃত যুবকের বাড়ি গিয়েছেন মন্ত্রী পুলক রায়। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।