দু’দিন পর খাল থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির দেহ, খুনের অভিযোগ পরিবারের
বর্তমান | ০৪ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’দিন নিখোঁজ থাকার পর খাল থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির দেহ। মৃতের নাম ফিরোজ লস্কর। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বারুইপুরে।রবিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন বারুইপুর থানার মল্লিকপুর ফরিদপুর লস্কর পাড়ার বছর ২৯ এর ফিরোজ লস্কর। সোমবার রাতে বারুইপুর থানায় পরিবারের লোকজন নিখোঁজ ডায়েরি করে। মঙ্গলবার সকালেই বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর আকনা কাটাখালে এক ব্যক্তির দেহ ভাসতে দেখে পথ চলতি মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। ফিরোজের পরিবারের লোককেও খবর দিলে সেখানে গিয়ে তারা দেহ শনাক্ত করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি নিয়ে যায় বারুইপুর থানার পুলিশ।সূত্রের খবর, ফিরোজ সোনারপুর স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে হকারি করতো। কিন্তু কী ভাবে তাঁর মৃত্যু হল? বিষয়টি খুন না দুর্ঘটনা, তা নিয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। পরিবারের অভিযোগ, রবিবার সকালে কাজে বেরিয়েছিল ফিরোজ। তারপর দুপুরে পরিবারকে ফোন করে জানায় বাড়ি ফিরতে দেরি হবে। কিন্তু আর ঘরে ফেরা হয়নি তাঁর। পরিবারের তরফে জানানো হয়েছে, আফতাব বলে এক বন্ধুর সঙ্গে বাইকে বেরিয়ে গিয়েছিল সে। বিকালের পরে আর তাঁর ফোনে যোগাযোগ করা যায়নি। পরিবারের লোকজনের দাবি খুন করা হয়েছে ফিরোজকে। এক্ষেত্রে প্রাথমিক সন্দেহের তীর আফতাবের দিকে। পুলিশ এই বিষয়টি তদন্ত শুরু করেছে।