• মুম্বইয়ের রেললাইনের ধার থেকে উদ্ধার বাংলার পরিযায়ী শ্রমিকের দেহ
    দৈনিক স্টেটসম্যান | ০৪ নভেম্বর ২০২৫
  • মুম্বইয়ে রেল লাইনের ধারে মিলল বাংলার পরিযায়ী শ্রমিকের মৃতদেহ। মৃত শ্রমিকের নাম মোস্তাফা মিস্ত্রি। দেহে মিলেছে একাধিক ক্ষতের চিহ্ন। তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছে পরিবার। পাশাপাশি তাঁরা দাবি করেছেন, বাংলা ভাষায় কথা বলার জন্যই এই ঘটনা ঘটেছে। আজ, মঙ্গলবার সন্দেশখালির বাড়িতে পৌঁছয় ওই শ্রমিকের কফিনবন্দি দেহ। ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। পরিযায়ী শ্রমিকের বাড়িতে এসেছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। তৃণমূল নেতারাও মোস্তাফার বাড়ি যান।

    বসিরহাটের সন্দেশখালির দুর্গমণ্ডপের বাসিন্দা মোস্তাফা মিস্ত্রি। বয়স ১৮ বছর। ছয়মাস আগে মুম্বইতে কাজে গিয়েছিলেন বলে পরিবার সূত্রে খবর। গত ১০ দিন মোস্তাফার সঙ্গে কোনও ভাবে যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা। এ নিয়ে চিন্তায় এবং উদ্বেগে ছিলেন পরিবারের সবাই। এর মধ্যেই ছেলের মৃত্যুর খবর পৌঁছোয় পরিবারের কাছে।

    মুম্বইয়ের রেললাইের পাশ থেকে মোস্তাফার দেহ উদ্ধারের খবর পায় পরিবারের সদস্যরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে পরিবার। সন্দেশখালি ২ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ‍্যক্ষ দিলীপ মল্লিক জানিয়েছেন, ‘এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। আমরা ওই পরিবারে পাশে সব সময় থাকার চেষ্টা করবো।‘
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)