এসআইআর আতঙ্কে হাওড়ার উলুবেড়িয়ায় আত্মঘাতী এক যুবক। মঙ্গলবার সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যুবকের নাম জাহির মাল, বয়স ৩০ বছর। পেশায় ঠিকাশ্রমিক। উলুবেড়িয়া ২ ব্লকের খালিসানির বাসিন্দা জাহির মাল। নথিতে নাম ভুল থাকায় আতঙ্কে ছিলেন বলে খবর। এসআইআর আতঙ্কেই ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ।
বয়স তিরিশের কোটায় হওয়ায় স্বাভাবিক ভাবেই ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। তবে ২০০২ সালের তালিকায় নাম না থাকলে সেক্ষেত্রে ১১টি নথির মধ্যে একটি গ্রহণযোগ্য বলে জানিয়েছে কমিশন। সেই ১১টি নথির মধ্যে কোনও একটিতে নামের বানান ভুল ছিল জাহিরের।
এসআইআর ঘোষণার পর একাধিকবার সেই ভুল সংশোধনের চেষ্টা করেন তিনি। বিভিন্ন জায়গায় যান। এই পরিস্থিতিতে সেই ভুল সংশোধন করা সম্ভব হয়নি বলে খবর। এরপরই আতঙ্কে ভুগতে থাকেন জাহির। ঘরছাড়া হওয়ার ভয় মনে ঘুরপাক খেতে থাকে।
পরিবারের দাবি, এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন জাহির। একইদাবি করেছে তৃণমূলও। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মৃতের বাড়িতে যান পূর্তমন্ত্রী পুলক রায়। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজই এসআইআর আতঙ্কে আত্মঘাতী হলেন উলুবেড়িয়ার এক যুবক। নিজের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল যুবকের দেহ। তবে এসআইআর আতঙ্কে এটাই প্রথম মৃত্যু নয়।
এর আগে উত্তর ২৪ পরগনার পানিহাটি, বীরভূমের ইলামবাজার, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, পূর্ব বর্ধমানের জামালপুর, হুগলির ডানকুনি, পূর্ব মেদিনীপুরের রামনগরে ৬ জনের মৃত্যুতে এসআইআর ভীতিকে দায়ী করা হয়েছে। এবার হাওড়ার উলুবেড়িয়ার নাম সেই তালিকায় যুক্ত হল। উল্লেখ্য, এসআইআর ঘোষণা হতেই রাজ্যবাসীর মনে হাজার প্রশ্ন ভিড় করছে। অজানা আতঙ্ক তাড়া করছে সবাইকে।