‘তোমার জন্যই বউকে খুন করেছি’, হত্যাকাণ্ডের পর প্রেমিকাকে মেসেজ চিকিৎসকের!
প্রতিদিন | ০৪ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তোমার জন্য আমার বউকে খুন করেছি’, স্ত্রীকে হত্যা করে প্রেমিকাকে এই মেসেজ করলেন চিকিৎসক! হাড়হিম করা কাণ্ডটি ঘটেছে বেঙ্গালুরুতে। মৃত্যুর ৬মাস পরে অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। জেরা করা হয়েছে চিকিৎসকের প্রেমিকাকেও। জিজ্ঞাসাবাদ চলাকালীনই প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
জানা গিয়েছে অভিযুক্ত চিকিৎসকের নাম মহেন্দ্র রেড্ডি। বেঙ্গালুরুর একটি হাসপাতালের সার্জেন তিনি। গত বছর মে মাসে তাঁর বিয়ে হয় ক্রুতিকা নামে এক চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে। দু’জনে একই হাসপাতালে কর্মরত ছিলেন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই পরকীয়ায় জড়ান মহেন্দ্র। তবে সেই প্রেমিকার পরিচয় এখনও প্রকাশ্যে আনেনি পুলিশ।
গত ২১ এপ্রিল ক্রুতিকার মৃত্যু হয়। অতিরিক্ত পরিমাণে অ্যানাস্থেশিয়ার ওষুধ খাইয়ে স্ত্রীকে হত্যা করেন মহেন্দ্র। জানা গিয়েছে, অসুস্থ অবস্থায় ক্রুতিকাকে হাসপাতালে নিয়ে আসেন মহেন্দ্র নিজেই। কিন্তু হাসপাতালে পৌঁছনোমাত্র ক্রুতিকাকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্তে জানা যায়, ক্রুতিকার দেহে অতিরিক্ত পরিমাণে প্রোপোফল পাওয়া গিয়েছে। এই প্রোপোফল কড়ামাত্রায় অ্যানাস্থেশিয়া দেওয়ার জন্য ব্যবহৃত ওষুধ।
ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে খুনের অভিযোগ দায়ের করেন ক্রুতিকার বাবা। শুরু হয় পুলিশি তদন্ত। মহেন্দ্র এবং ক্রুতিকার বাড়িতে গিয়ে বেশ কিছু সন্দেহজনক বস্তু পায় পুলিশ। সেই প্রমাণের ভিত্তিতেই গত ১৫ অক্টোবর মহেন্দ্রকে গ্রেপ্তার করা হয়। জেরা চলাকালীনই জানা যায়, ক্রুতিকাকে হত্যার পর অনলাইন পেমেন্টের অ্যাপে প্রেমিকাকে মেসেজ করেছিলেন মহেন্দ্র। সাফ জানিয়েছিলেন, “তোমার জন্যই আমি স্ত্রীকে খুন করেছি।” তবে এখনও ওই প্রেমিকার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।