হরিয়ানায় প্রকাশ্যে নাবালিকাকে লক্ষ্য করে গুলি! ফের প্রশ্নের মুখে বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা
প্রতিদিন | ০৪ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানায় প্রকাশ্যে নাবালিকাকে লক্ষ্য করে পর পর গুলি চালাল এক যুবক। প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছে ওই নাবালিকা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই যুবক তার পরিচিত। কিন্তু কী কারণে এই হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়ল বিজেপি শাসিত রাজ্যের নারী নিরাপত্তা।
সোমবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ফরিদাবাদ জেলার বল্লভগড় এলাকায়। জানা গিয়েছে, এদিন ওই নাবালিকা টিউশন থেকে বাড়ি ফিরছিল। অভিযোগ, সেই সময় ওই যুবক তাকে অনুসরণ করছিলেন। এক পর্যায়ে আচমকা বন্দুক বের করে তিনি ওই নাবালিকাকে লক্ষ্য করে পর পর গুলি চালান। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। এরপরই ওই যুবক বাইকে চেপে সেখান থেকে চম্পট দেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নাবালিকাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত তার অবস্থা স্থিতিশীল।
এই সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি গলিতে ওই যুবক তার বাইকের পাশে দাঁড়িয়ে রয়েছেন। হাতে একটি ব্যাগ এবং তার পিছনে তিনি কিছু লুকাচ্ছেন। নাবালিকা তার সামনে আসতেই আচমকা তিনি তাকে লক্ষ্য করে গুলি চালান। তারপরই সেখান থেকে চম্পট দেন। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম যতীন মংলা। তিনি ওই নাবালিকার পূর্বপরিচিত। প্রেমঘটিত কোনও কারণের জেরে তার উপর হামলা চালানো হয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।