• তিন ঘণ্টা ধরে বাংলার দম্পতিকে বেধড়ক মার বেঙ্গালুরু পুলিশের! জুটল ‘বাংলাদেশি’ তকমাও
    প্রতিদিন | ০৪ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর একটি থানায় টানা তিন ঘণ্টা ধরে পশ্চিমবঙ্গের এক দম্পতিকে লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। শুধু তাই নয়, তাঁদের ‘বাংলাদেশি’ বলেও দাগিয়ে দেওয়া হয় বলে দাবি করেছেন আক্রান্তরা।

    জানা যাচ্ছে, আক্রান্ত সুন্দরী বিবি এবং তাঁর স্বামী বেঙ্গালুরুর বেলাগেরে রোড এলাকায় শ্রমিক কলোনির বাসিন্দা। সুন্দরী একটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন। অন্যদিকে, তাঁর স্বামী  বেঙ্গালুরুতে আবর্জনা ফেলার গাড়ি চালান। তরুণীর দাবি, তিনি যে বাড়িতে পরিচারিকার কাজ করেন, সেখানে একটি ১০০ টাকার নোট খুঁজে পেয়েছিলেন। তিনি তা বাড়ির মালিককে ফেরত দেওয়ার উদ্দেশ্য সেটা কুড়িয়েছিলেন। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছিল। কিন্তু ফেরত দেওয়ার আগেই বাড়ির মালিক তা দেখে নেয় এবং চুরির অভিযোগ আনেন। এখানেই শেষ নয়। তাঁর আরও দাবি, ওই বাড়ি থেকে একটি হীরের আংটিও খোয়া গিয়েছিল। কিন্তু বাড়ির মালিক সন্দেহ করেন, সেটি সুন্দরী চুরি করেছেন। এরপরই তরুণীর বিরুদ্ধে বর্তুল থানায় অভিযোগ দায়ের করা হয়।

    জানা গিয়েছে, এই ঘটনায় ভিত্তিতেই পুলিশ সুন্দরী এবং তাঁর স্বামীকে থানায় ডেকে পাঠায়। অভিযোগ, হেফাজতে নিয়ে তাঁদের বেধড়ক মারধর করা হয়। সুন্দরীর অভিযোগ, সাতজন পুলিশকর্মী মিলে টানা তিন ঘণ্টা ধরে তাঁদের লাঠিপেটা করেন। সুন্দরী বলেন, “আমি বারবার চিৎকার করে বলছিলাম, আমি নির্দোষ। কিন্তু তা-ও তাঁরা আমাদের লাঠিপেটা করে বলতে থাকে আমরা বাংলাদেশি। এমনকী আমাদের কুকথাও বলা হয়। কিন্তু বেশিরভাগ কথাই তাঁরা কন্নড় ভাষায় বলছিলেন। তাই বুঝতে পারিনি।”   
  • Link to this news (প্রতিদিন)