• পকসো আইনের অপব্যবহার হচ্ছে, সচেতনতা জরুরি, জনস্বার্থ মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের
    প্রতিদিন | ০৪ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশু সুরক্ষা আইনের (পকসো) অপব্যবহার হচ্ছে। এই বিষয়ে ছেলেদের সতর্ক করতে বলল সুপ্রিম কোর্ট। স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি কিংবা কিশোর-কিশোরীদের মধ্যে সম্মতিক্রমে যৌন সম্পর্কের ক্ষেত্রে এই আইনের সাহায্য নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করল বিচারপতিদের বেঞ্চ। মঙ্গলবার ঠিক কী বলেছে শীর্ষ আদালত?

    সংবাদসংস্থা পিটিআই প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার পকসো আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়ে একটি জনস্বার্থ মামলা উঠেছিল বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে। শুনানিতে বিচারপতিদের পর্যবেক্ষণ, বৈবাহিক সম্পর্কে অশান্তি এবং কিশোর-কিশোরীদের মধ্যে সম্মতিতে যৌন সম্পর্কের ক্ষেত্রে পকসো আইনের অপব্যবহার হচ্ছে। এখানেই না থেমে সর্বোচ্চ আদালতের জানায়, দেশের বহু কিশোর ও তরুণ এই আইনের ধারাগুলি সম্পর্কে সচেতন নয়। এই বিষয়ে সচেতনতা জরুরি।

    পকসো আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে জনস্বার্থ মামলাটি দায়ের করেন আইনজীবী আবাদ হর্ষদ পোন্ডার। আবাদের মতে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে অনূর্ধ্ব ১৪ বছর বয়সি শিশু-কিশোরদের বিনামূল্যে নারী ও শিশুদের প্রতি ঘটা নানা অপরাধ সম্পর্কে সতর্ক করা উচিত। আগেই সচেতনতার বিষয়ে সম্মতি জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা ও তথ্য সম্প্রচার মন্ত্রক এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-কে নোটিসও পাঠায় সর্বোচ্চ আদালত। মঙ্গলবারের শুনানির পর আগামী ২ ডিসেম্বর পর্যন্ত মামলাটির শুনানি স্থগিত রেখেছে শীর্ষ আদালত।
  • Link to this news (প্রতিদিন)