ইডির নাম করে তিন তৃণমূল বিধায়ককে গ্রেপ্তারির হুমকি মুম্বই থেকে! দায়ের FIR
প্রতিদিন | ০৪ নভেম্বর ২০২৫
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: এসআইআর শুরু হতে না হতেই রাজ্যের তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে ষড়যন্ত্র! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নাম করে গ্রেপ্তারির হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুললেন তিন বিধায়ক। মঙ্গলবার তাঁরা তিনজনই এনিয়ে থানায় এফআইআর দায়ের করেছেন। অভিযোগ, মুম্বই থেকে ফোন করে ইডি ও সিবিআই আধিকারিকের পরিচয় দিয়ে আসলে তিন জনপ্রতিনিধির কাছ থেকে তোলাবাজির ছক করা হয়েছিল। সেই ফাঁদে পা না দেওয়ায় তাঁদের গ্রেপ্তার করার হুমকি দেওয়া হয়েছে অভিযোগ। এফআইআরের ভিত্তিতে পুলিশ বিষয়টির তদন্তে নেমেছে।
জানা গিয়েছে, মুম্বই-সহ মহারাষ্ট্রের একাধিক জায়গা থেকে ফোনে এ ধরনের হুমকি পাচ্ছেন গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল, বারুইপুর পূর্বের বিভাস সর্দার ও সোনারপুরের উত্তরের ফিরদৌসি বেগম। বারুইপুর জেলা পুলিশে দায়ের করা অভিযোগপত্রে বিভাস সর্দার লিখেছেন যে মুম্বইয়ের সিবিআই দপ্তর থেকে ফোন করে তাঁকে মোটা অঙ্কের টাকা দিতে চাপ দেওয়া হয়। তাতে রাজি না হওয়ায় তাঁকে ব্যাঙ্কে অর্থ লেনদেনের নথি পাঠানো হয়। তাতে উল্লেখ, বিধায়ক বিভাস সর্দার জনৈক সাদাকাত খান নামে জঙ্গি সংগঠনে যুক্ত একজনকে ৩ কোটি টাকা দিয়েছেন। সেই ‘অপরাধে’ গ্রেপ্তার করা হতে পারে তাঁকে। বিধায়কের দাবি, এধরনের অভিযোগ একেবারেই মিথ্যা। অযথা তাঁকে দেশদ্রোহিতার কাজে জড়িয়ে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র করেছে ইডি, সিবিআই।
একইভাবে ফিরদৌসি বেগম ও সুব্রত মণ্ডলের কাছে সিবিআই, ইডির নাম করে ভুয়ো ফোন, ইমেল আসে বলে অভিযোগ। বারবার তাঁদের বিরুদ্ধে কোনও না কোনও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ তুলে ভয় দেখানোর হুমি দেওয়া বলে জানাচ্ছেন বিধায়করা। এনিয়ে দক্ষিণ ২৪ পরগনার তিন বিধায়কই পুলিশে এফআইআর দায়ের করেছেন। তৃণমূল বারবার অভিযোগ তোলে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক বিরোধিতা কাজে লাগাচ্ছে কেন্দ্রের শাসকদল। তিন তৃণমূল বিধায়কের এহেন অভিযোগেও তারই প্রতিফলন বলে মনে করছে শাসকদল।