তৃণমূলকে অনুকরণ! SIR নিয়ে শিলিগুড়িতে হেল্পডেস্ক বিজেপি বিধায়কের
প্রতিদিন | ০৪ নভেম্বর ২০২৫
অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: এসআইআরের কাজ নিয়ে তৃণমূলকে অনুসরণ! আমজনতার মনে সংশয় কাটিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে রাজ্যে। ফর্মের খুঁটিনাটি, নথিপত্র জমা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে কারও মনে কোনও সংশয় থাকলে তা দূর করতে একেবারে সরাসরি পথে নেমেছেন বিজেপি বিধায়ক। তাঁকে এই ভূমিকায় দেখে কটাক্ষের সুর তৃণমূল নেতৃত্বের গলায়।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শুরু হয়েছে মঙ্গলবার থেকে। ওইদিন সকালে শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় এসআইআর হেল্প ক্যাম্পে বসলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তিনি জানান, ”এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল আছে। এটা একটা ভোটার-বান্ধব প্রক্রিয়া। আমি এখানে বসেছি মানুষকে এনিয়ে সব বোঝাতে। অনেকেই বুঝতে পারছেন না। কারও কারও সংশয় আছে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এনুমারেশন ফর্মে কোথায় কী লিখতে হবে, তা আমি সাধারণ মানুষকে বুঝিয়ে দিচ্ছি। এটা কঠিন কিছু নয়।”
এরপরই এসআইআর নিয়ে শাসকদলকে বিদ্ধ করেছেন বিজেপি বিধায়ক। তাঁর কথায়, ”জনতাকে শুধু ভয় দেখাচ্ছে তৃণমূল। এসআইআর নিয়ে ভুল বোঝাচ্ছে। সেই ভয় এবং ভুল বার্তা যাতে মানুষের মধ্যে না থাকে, সেই কারণে আমি নিজে এখানে আছি। বলতে চাই, এসআইআর নিয়ে উদ্বেগ না করে এই ক্যাম্পে এলে সমস্ত রকম সহায়তা করা হবে। আমার কাছে বিএলও-দেরও ফোন নম্বর আছে। কারও কোনও অসুবিধা হলে আমরা সেই নম্বর দিয়ে দেব, সরাসরি কথা বলে নিতে পারেন।”
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে তৃণমূলের এই ভূমিকার কড়া সমালোচনা করে তিনি বলেন, ”ওরা বলছে, বৈধ ভোটারদের কারও নাম বাদ গেলে আন্দোলন হবে। কিন্তু বৈধ ভোটারদের নাম কেন নাম বাদ যাবে? তাঁদের তো কোনও চিন্তা নেই। ওরা যেটা বলতে চাইছে, সেটা হল, অবৈধদের নামও বাদ দেওয়া যাবে না। কেন আমরা অবৈধ লোকদের আশ্রয় দেব? যাঁরা উদ্বাস্তু, তাঁদের নাগরিকত্বের দায়িত্ব কেন্দ্র সরকারের, নরেন্দ্র মোদি সরকারের। হিন্দু উদ্বাস্তুরা এখানে থাকবেন।”