যাত্রায় সংলাপ বলার সময় মঞ্চেই লুটিয়ে পড়ে মৃত্যু অভিনেতার, স্তম্ভিত দুর্গাপুরের দর্শক
প্রতিদিন | ০৪ নভেম্বর ২০২৫
সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: মঞ্চে অভিনয় চলছিল পুরোদমে। দর্শকরাও বিভোর হয়ে সেই যাত্রা দেখছিলেন। সেসময়ই এক অভিনেতা সংলাপ বলতে বলতে মঞ্চে পড়ে যান! প্রথমে দর্শকরা ভেবেছিলেন, ওই ঘটনা হয়তো অভিনয়েরই অংশ। কিন্তু দ্রুত সম্বিত ফেরে সকলের। মঞ্চেই ওই অভিনেতা অসুস্থ হয়ে পড়েছেন বুঝতে অসুবিধা হয়নি। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হল না। চিকিৎসকরা জানিয়ে দেন, অনেক আগেই তিনি মারা গিয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু শিল্পীর! মঞ্চেই অভিনয় করার সময় মারা গেলেন ওই ব্যক্তি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। মৃতের নাম শুভাশিস ঠাকুর। তাঁর শেষ অভিনয়ের সাক্ষী থাকলেন দর্শকরা।
দুর্গাপুরের বামুনপাড়ার তপোবন সিটি এলাকায় সোমবার রাতে একটি যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছিল। ‘সত্য ত্রেতা দ্বাপর কলি’ নামে ওই যাত্রাপালা মঞ্চস্থ হয়েছিল। এলাকারই বাসিন্দা ৬২ বছরের বৃদ্ধ শুভাশিস ঠাকুর ওই যাত্রাপালায় অভিনয় করছিলেন। এলাকারই বাসিন্দা ওই বৃদ্ধ বরাবরই অভিনয়ের সঙ্গে যুক্ত। ভালো, দক্ষ অভিনেতা হিসেবে তিনি পরিচিতও ছিলেন এলাকায়। ওই যাত্রাপালা দেখার জন্য এলাকার বাসিন্দারা ভিড়ও জমিয়েছিলেন।
মঞ্চে সেসময় অভিনয় করছিলেন শুভাশিস ঠাকুর। সংলাপ বলার সময় তিনি হঠাৎই মঞ্চে পড়ে যান। ওই ঘটনা কি যাত্রারই অংশ? উপস্থিত অনেকেই বিষয়টি অনুধাবন করতে প্রথমে সমস্যা হয়েছিল। কিন্তু ওই বৃদ্ধ মঞ্চেই পড়ে থাকায় সকলেই হতবাক হয়ে পড়েন। অন্য সহ শিল্পীরা মঞ্চেই ছিলেন। দ্রুত মঞ্চে চলে যান যাত্রার সঙ্গে জড়িত অন্যরা। দর্শকরাও মঞ্চের সামনে চলে যান। দ্রুত ওই অভিনেতাকে উদ্ধার করে বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, আর কিছুই করার নেই। আগেই মারা গিয়েছেন ওই বৃদ্ধ।
আকস্মিক ওই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা তপোবন সিটি এলাকায়। বন্ধ হয়ে যায় ওই যাত্রাপালাও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিনেতা শুভাশিস ঠাকুর তপোবন সিটির একটি বহুতলে থাকেন। ওই এলাকাতেই তাঁর একটি মুদিখানার দোকান আছে। বরাবরই অভিনয় করতে ভালোবাসতেন। সেজন্য এলাকায় তাঁর সুনামও ছিল যথেষ্ঠ। সেই মঞ্চেই প্রাণ হারালেন তিনি। জানা গিয়েছে, ওই শিল্পীর আদি বাড়ি পুরুলিয়ায়। সেখানেই বৃদ্ধের শেষকৃত্য হবে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।