• যাদবপুরের নিরাপত্তা নিয়ে সক্রিয় নতুন স্থায়ী উপাচার্য, দ্রুত বসবে সিসিটিভি, জানালেন চিরঞ্জীব
    প্রতিদিন | ০৪ নভেম্বর ২০২৫
  • স্টাফ রিপোর্টার: সোমবার আনুষ্ঠানিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য পদে যোগ দিলেন চিরঞ্জীব ভট্টাচার্য। প্রায় আড়াই বছর পর স্থায়ী উপাচার্য পেল এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের উন্নতি, অধ্যাপক নিয়োগ, নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছেন চিরঞ্জীব। বলেছেন, “বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের মানোন্নয়নের জন্য অধ্যাপক নিয়োগ জরুরি। এনিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলব। ডিসেম্বরে সমাবর্তন করানো যায় কি না, দেখছি। বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিউট নিয়েও সকলের সঙ্গে কথা বলব।”

    সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ে এলে তাঁকে অভ্যর্থনা জানান অধ্যাপক, আধিকারিকরা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির উপর হামলা এবং ক্যাম্পাসের ভিতর ঝিলে পড়ে গিয়ে এক ছাত্রীর মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায়। এরপরই যাদবপুরের দু’টি ক্যাম্পাসে অতিরিক্ত ৭৪টি সিসি টিভি বসানোর জন্য অর্থ মঞ্জুর করে রাজ্য সরকার। দ্রুত সিসিটিভি বসানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চিরঞ্জীব। বলেছেন, “শুধু সিসিটিভি নয়, ক্যাম্পাসে নিরাপত্তা সুনিশ্চিত করতে আরও নিরাপত্তা কর্মী নিয়োগের ব্যাপারেও সরকারের সঙ্গে আলোচনা করব।”

    সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা, যাদবপুর-সহ রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। ইতিমধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য পদে যোগ দিয়েছেন আশুতোষ ঘোষ।
  • Link to this news (প্রতিদিন)