• মৃত ভোটারকে জীবিত দেখানোর চেষ্টা! অভিযোগ তুলে কমিশনে শুভেন্দু
    প্রতিদিন | ০৪ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম নিয়ে যাওয়া শুরু করেছেন বিএলওরা। এই প্রক্রিয়ার প্রথমদিনেই একগুচ্ছ অভিযোগ তুলে সিইও অফিসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জন্ম সংশাপত্র নিয়ে অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ বিজেপি। শুভেন্দুর মারাত্মক অভিযোগ, মৃত ভোটারকে জীবিত দেখানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বিএলওদের বাঁধা দেওয়ার অভিযোগের কথা শুনে তিনি জানিয়েছেন, কমিশন ব্যবস্থা নেবে। তিনি আরও জানিয়েছেন, ভোটারদের সুবিধার্থে তাঁরাও সহায়তা কেন্দ্র খুলবে।

    মঙ্গলবার, দুপুরে একাধিক অভিযোগ তুলে সিইও অফিসে যান শুভেন্দু। সেখানে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, রাজ্যে মৃত ভোটারকে জীবিত দেখানোর চেষ্টা করা হচ্ছে। তাঁর বক্তব্য, “জাল জন্ম শংসাপত্র তৈরি করে দিচ্ছে তৃণমূলের এজেন্সি।” পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন, “ফর্ম যাচাইয়ে জালিয়াতি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” অভিযোগ করতে গিয়ে তিনি জানান, কমিশনে তৃণমূলের লোক রয়েছে। যাঁরা তথ্য ফাঁস করে দিচ্ছে। উল্লেখ্য, এসআইআর ঘোষণা হওয়ার পর রাজ্যের একাধিক জায়গায়, আতঙ্কে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠছে। এবার শুভেন্দু অভিযোগ তুলে কমিশনে গেলেন।

    এসআইআর নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বিশেষ নিবিড় সংশোধনে একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। এসআইআরের বিরোধিতায় আজ, মঙ্গলবার পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রেড রোড থেকে মিছিল শুরু হয়েছে তা শেষ হবে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির কাছে। এদিকে তৃণমূলের পালটা মিছিল করার কথা বিজেপির। এতএব মিছিল পালটা মিছিলে এসআইআরের দ্বিতীয় পর্বের শুরুতেই উত্তপ্ত মহানগর কলকাতা।
  • Link to this news (প্রতিদিন)