• হাই কোর্টে পিছু হটল বিজেপি! বর্ধমানে শুভেন্দুর SIR মিছিলের তারিখ বদল
    প্রতিদিন | ০৪ নভেম্বর ২০২৫
  • গোবিন্দ রায়: হাই কোর্টে পিছু হটল বিজেপি! বুধবার বর্ধমানে বিজেপির মিছিলের সিঙ্গেল বেঞ্চের অনুমতি চ্যালেঞ্জ মামলায় ডিভিশন বেঞ্চে নিজেদের অবস্থান বদল করল বিজেপি। হাই কোর্টের নির্দেশে ৯ নভেম্বর এই মিছিল হবে। আগে যা শর্ত আরোপ করা হয়েছিল তাও বহাল থাকবে। 

    ৫ নভেম্বর বর্ধমানের বড়নীলপুর থেকে কার্জন গেট পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করে বিজেপি। দ্বারস্থ হয় হাই কোর্টেরও। আজ, হাই কোর্টের একক বেঞ্চ মিছিলের অনুমতি দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। মামলাটি ওঠে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে। সেখানে বিচারপতিদের নির্দেশে ৯ তারিখ মিছিল করতে পারবে বিজেপি।

    আদালতে আগামিকাল মিছিলের বিরোধিতা করে রাজ্য জানায়, গুরু নানকের জন্মজয়ন্তী রয়েছে বুধবার। কার্জন গেট থেকে ৭০০ মিটার দূরে তিনকনিয়া গুরুদ্বার। আরও একটি চরণকমল গুরুদ্বার ৮০০-৯০০ মিটার দূরেই রয়েছে। সারাদিন ভিড় থাকবে। ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা ধর্মীয় ক্রিয়াকলাপ সারবে। আমরা কি নিজেদের মৌলিক অধিকার রক্ষার জন্য অন্য কারও মৌলিক অধিকার ক্ষুণ্ণ করতে পারি? পুলিশ শত্রু নয়। আদালত যদি মনে করে পুলিশের সমস্ত পদক্ষেপ খারাপ, এটা কী করে হয়। অন্যদিন কর্মসূচি করা হোক। এছাড়াও রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, নদিয়া শান্তিপুর-সহ একাধিক জায়গা থেকে রাসের জন্য লোকের ভিড় হয়। কার্জন গেট শহরের মধ্যিখানে। সেখানে সমস্যা হবে।

    শিখ কমিউনিটি গুরুদ্বার প্রবর্ধন কমিটির তরফেও জানানো হয়, ছোট ছোট দলে বিভক্ত হয়ে গুরুদ্বারগুলি ধর্মীয় ক্রিয়াকলাপ সারবে। মিছিল হলে তো আমাদেরও মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে। রাজনৈতিক কর্মসূচি তো অন্য কোনওদিন হতেই পারে। বিজেপির আইনজীবী জানান, মঙ্গলবার রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত শাসক দলের মিছিল হচ্ছে। বিরোধীদের ক্ষেত্রে বাধা কেন? তবে তারিখ বদল হলে তারা সেই দিনই মিছিল করবে বলে জানায় বিজেপি। সওয়াল-জবাব শোনার পর হাই কোর্ট ৯ তারিখ মিছিল করার নির্দেশ দেয়।
  • Link to this news (প্রতিদিন)