• চুঁইয়ে লাইনে ঢুকছে জল! ব্লু লাইনে ব্যাহত পরিষেবা, ক্ষোভে ফুঁসছে যাত্রীরা
    প্রতিদিন | ০৪ নভেম্বর ২০২৫
  • নব্যেন্দু হাজরা: চুঁইয়ে লাইনে ঢুকছে জল! যার জেরে ফের ব্লু লাইনে মেট্রো বিভ্রাট। জানা গিয়েছে, ময়দান স্টেশনে এই সমস্যার কারণে ব্যাহত পরিষেবা। তবে মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম ও সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো। ক্ষোভে ফুঁসছে আমজনতা।

    গত কয়েকমাসে মেট্রো বিভ্রাট যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও সমস্যা দেখা দিচ্ছে। যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকছে পরিষেবা। কখনও আবার আংশিকভাবে চালু করা হলেও দীর্ঘক্ষণ পরপর আসছে মেট্রো। ভিড়ে দমবন্ধ অবস্থা হচ্ছে যাত্রীদের। মেট্রো সফর রীতিমতো আতঙ্কের হয়ে দাঁড়াচ্ছে যাত্রীদের কাছে। মঙ্গলবার দুপুরে ফের একই ঘটনার পুনরাবৃত্তি। এদিন বেলা ২.১৯ নাগাদ মেট্রোর তরফে ঘোষণা করা হয়, ব্লু লাইনে আংশিকভাবে চালানো হচ্ছে মেট্রো। 

    এরপরই জানা যায়, ময়দান স্টেশনে মাটি চুঁইয়ে জল উঠছে মেট্রোর লাইনে। বিষয়টি নজরে পড়তেই তড়িঘড়ি মেট্রোর রুট কাঁটছাঁট করা হয়।  মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম ও সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত স্বাভাবিক রাখা হয় পরিষেবা। এদিকে তড়িঘড়ি ময়দানে পৌঁছন ইঞ্জিনিয়াররা। বেশ কয়েকঘণ্টা পর স্বাভাবিক হয় পরিস্থিতি।  দীর্ঘদিন ধরে বন্ধ কবি সুভাষ। শহিদ ক্ষুদিরাম থেকে চলছে মেট্রো। ফলে যাত্রী ভোগান্তি রয়েইছে। সেই সঙ্গে নিত্য বিভ্রাটে বিরক্ত যাত্রীরা। 
  • Link to this news (প্রতিদিন)