• ‘বিহারে কটা রোহিঙ্গা পেলেন?’, SIR নিয়ে চড়া সুরে বিজেপি-কমিশনকে তোপ মমতার
    প্রতিদিন | ০৪ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় নাকি দেড় কোটি রোহিঙ্গার নাম রয়েছে ভোটার তালিকায়! বারবার অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতারা। তাঁদের দাবি, বঙ্গে SIR হলেই নাকি সেই সব রোহিঙ্গাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে! পালটা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, বিহারে তো SIR হয়েছে, তাতে কতজন বাংলাদেশি ধরা পড়ল? কতজন রোহিঙ্গা ধরা পড়ল?

    বিহারে ইতিমধ্যেই SIR প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নিবিড় সংশোধনের পর চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ৪৭ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। যার অধিকাংশই মৃত, ভিনরাজ্যে স্থায়ীভাবে বাসস্থান বদল করা বা একাধিক কেন্দ্রে ভোট থাকার দরুণ। এই ৪৭ লক্ষের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি? বা ঠিক কতজন বিদেশি ভোটার, সেটার স্পষ্ট উত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি। সেই ইস্যু তুলেই মমতার প্রশ্ন, বিহারে তো ঘটা করে SIR হল। কতজন বিদেশি ধরা পড়ল?

    এদিন SIR বিরোধী মিছিলের পর গিরিশ পার্কের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী একযোগে বিজেপি-নির্বাচন কমিশনকে নিশানা করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, “আপনারা বলছেন বাংলায় নাকি প্রচুর রোহিঙ্গা ঢুকে গেছে। প্রচুর বাংলাদেশি ঢুকে গেছে। SIR-এ নাকি বাংলাদেশি খুঁজবে। বিহারে তো SIR হয়েছে, কতজন বাংলাদেশি ছিল? কতজন রোহিঙ্গা ছিলেন খুঁজে পেয়েছেন? তর্কের খাতিরে ধরে নিলাম ২-৪ টি রোহিঙ্গা এসেছে, তারা তো জেলে! ভোটার তালিকায় কী করে আসবে?”

    বস্তুত বিজেপি বঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশের অভিযোগ তুলে সুকৌশলে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি। যদিও শাসকদল বরাবর বলে আসছে, রাজ্যে রোহিঙ্গা অনুপ্রবেশের তত্ত্ব মনগড়া এবং হাস্যকর। বাংলায় মায়ানমারের সীমান্তই পড়ে না। ফলে রোহিঙ্গা অনুপ্রবেশের প্রশ্নই নেই। এদিন SIR বিরোধী মিছিল থেকেও সে কথাই মনে করালেন মমতা। তৃণমূল নেত্রীর অভিযোগ, “বিজেপি বঙ্গে ২ কোটি ভোটারের নাম কাটার ষড়যন্ত্র করছে। বাংলাকে কব্জা করতে চায়। ভোটে জিততে না পেরে, ঘুরপথে বাংলাকে শায়েস্তা করতে চাইছে।”
  • Link to this news (প্রতিদিন)