স্বাধীনতার এতদিন পর নাগরিক প্রমাণ দিতে হবে! SIR নিয়ে কেন্দ্রকে তোপ মমতার
প্রতিদিন | ০৪ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআরের বিরোধিতায় রাজপথে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকার হাজার টাকা দিয়ে আধার কার্ড তৈরি করেছিল। এখন বলা হচ্ছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয়, সেই অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো। স্বাধীনতার এতদিন পর নাগরিক প্রমাণ দিতে হবে বাংলার মানুষদের? সেই প্রশ্ন তুলেছেন মমতা।
আজ, মঙ্গলবার থেকে এসআইআরের কাজ শুরু হয়েছে বাংলায়। রাজ্যের বিভিন্ন জায়গায় বিএলওরা ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন। ঠিক সেসময়ই এসআইআরের বিরুদ্ধে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্ব। এদিন কলকাতার রাজপথের মিছিলে জনজোয়ার দেখা গিয়েছিল। মিছিল শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন। সেখানেই তিনি একাধিক ইস্যুতে বিঁধেছেন।
১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার এতদিন পর নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, “একসময় টাকা দিয়ে আধার কার্ড তৈরি করিয়েছিল বিজেপি সরকার। এখন বলছে, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয়। ২ কোটি নাম বাদ না দিলে এরা ভোটে জিতবে না।” তিনি আরও অভিযোগ করে বলেন, “আমরা এই নাম বাদ দেওয়ার খেলা ধরে ফেলেছি। বিহারে যেমন ইচ্ছে নাম বাদ দিয়েছে।”
এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে গোড়া থেকে সরব রাজ্যের শাসকদল। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা, প্রাণহানির মতো ঘটনাতেও বিজেপিকে দায়ী করে আজ কলকাতার রাজপথে নেমেছে তৃণমূল কংগ্রেস। ধর্মতলা থেকে জোড়াসাঁকো পর্যন্ত সেই মিছিল শেষে প্রতিবাদ মঞ্চে উঠে মতুয়াদের সর্বোচ্চ অগ্রাধিকারের কথা বললেন তৃণমূল সুপ্রিমো। এই ভোটার তালিকায় ২০২৪ সালে লোকসভা নির্বাচন হয়েছিল। এদিন মমতা বলেন, “এই ভোটার তালিকা বাতিল হলে কেন্দ্রীয় সরকারও বাতিল হোক।”
বাংলায় নাকি দেড় কোটি রোহিঙ্গার নাম রয়েছে ভোটার তালিকায়! বারবার অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতারা। তাঁদের দাবি, বঙ্গে এসআইআর হলেই নাকি সেই সব রোহিঙ্গাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে! পালটা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, বিহারে তো এসআইআর হয়েছে, তাতে কতজন বাংলাদেশি ধরা পড়ল? কতজন রোহিঙ্গা ধরা পড়ল?