• বাড়ি বন্ধ, এসে ফিরে গিয়েছেন বিএলও, যোগাযোগ হয়নি! মুশকিল আসান ‘দিদি’
    প্রতিদিন | ০৪ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআর নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রক্রিয়া নিয়ে আতঙ্কে অনেক রাজ্যবাসী। বাড়ি বন্ধ থাকায় বিএলও যদি ঘুরে ফিরে যান, সেক্ষেত্রে কী হবে?

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন এলাকায় এলাকায় তৃণমূলের ক্যাম্প থেকে সবরকম সাহায্য করা হবে নাগরিকদের। সঙ্গে সতর্ক করলেন অফিশিয়াল বিএলও-দেরই তথ্য দিন, সবাইকে দেবেন না। কোন কোন ডকুমেন্ট দেখাবেন বললেন সে কথাও। জানালেন, নাগরিকদের নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে সাহায্য করবে তৃণমূল।

    আজ, মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা। পরে তা নিয়ে যাবেন।  কিন্তু কেউ বাড়িতে না থাকলে তখন কী হবে? বিএলও ফিরে গেলে কী করা যাবে?  নাগরিকদের সাহায্যে হেল্পডেস্ক করা হয়েছে বলে জানালেন মমতা।

    বললেন, “বাড়ি থেকে বিএলওরা ফিরে  চলে গেলে, তখন কি নাম বাদ চলে যাবে? সেই জন্য আমরা তৃণমূল থেকে এলাকা এলাকায় হেল্পডেস্ক করে দেওয়া হয়েছে। ওরা  আপনাকে সাহায্য করবে।” তিনি সকলকে আশ্বস্ত করে বললেন, “আধার কার্ডের সঙ্গে আরও একটি ডকুমেন্ট দিতে হবে। কারও না কারও বাড়ির দলিল দিতে পারবেন। এখন সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সেটি  দেখাবেন। স্কুল সার্টিফিকেট থাকলে দেখাবেন। আমি যত দূর জানি, সার্টিফিকেট জন্ম শংসাপত্র হিসাবে কাজ করে। সেটা দেখাবেন। কারও আছে ওবিসি সার্টিফিকেট আছে।”তিনি আরও জানিয়েছেন, “আমরা আপনাকে থালা বাটি বেঁচে হলেও সাহায্য করব।”
  • Link to this news (প্রতিদিন)