• রাগ করে বাপের বাড়িতে স্ত্রী, রাগে শ্যালক ও বৌয়ের গায়ে আগুন যুবকের? শোরগোল
    এই সময় | ০৪ নভেম্বর ২০২৫
  • ঝগড়া করে বাপের বাড়িতে থাকছিলেন স্ত্রী। অভিযোগ, তা মেনে নিতে পারছিলেন না স্বামী। আর সেই জন্য ছাদ বেয়ে শ্বশুরবাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় স্ত্রী এবং শ্যালকের গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল ওই ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার ভোররাতে ঘটনাটি ঘটেছে গোঘাটের দু’নম্বর ব্লকের ভগবানপুর এলাকায়। ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন লক্ষ্মী রীথ এবং তাঁর ভাই দেবদাস পণ্ডিত। তাঁরা আপাতত চিকিৎসাধীন। লক্ষ্মীর স্বামী সন্তু রীথ ঘটনার পর থেকেই পলাতক। তাঁর খোঁজ করছে পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুগলি জেলার ভগবানপুরের বাসিন্দা সুকুমার পণ্ডিতের মেয়ে লক্ষ্মীর বিয়ে হয়েছিল পশ্চিম মেদিনীপুরের রাধাবল্লভপুরের সন্তুর সঙ্গে। তাঁদের এক সন্তানও রয়েছে। প্রথম প্রথম সব ঠিক থাকলেও পরে সন্তুর সঙ্গে অশান্তি শুরু হয় লক্ষ্মীর। আর দাম্পত্য কলহের জেরে কয়েক মাস আগে লক্ষ্মীকে বাড়িতে নিয়ে চলে আসেন তাঁর বাবা সুকুমার। অভিযোগ, তা মেনে নিতে পারেননি সন্তু।

    লক্ষ্মীর পরিবারের সদস্যদের অভিযোগ, মঙ্গলবার ভোরে শ্বশুরবাড়ির ছাদের চিলেকোঠার দরজা খুলে প্রবেশ করেন তিনি। এর পরে ঘুমন্ত অবস্থায় স্ত্রী লক্ষ্মী এবং তাঁর ভাই দেবদাসের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা সেখানে যান এবং তাঁদের উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে সন্তুর জুতো উদ্ধার করেছেন তদন্তকারীরা।

    অগ্নিদগ্ধ দু’জনকে প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তাঁরা। লক্ষ্মীর জেঠিমা ভারতী পণ্ডিত বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। এর আগেও একাধিকবার অশান্তি হয়েছিল। এই ঘটনা ঘটানোর জন্য জামাইয়ের যেন শাস্তি হয়। ঘটনাস্থল থেকে জামাইয়ের জুতো পাওয়া গিয়েছে।’ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ। পলাতক সন্তুর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

  • Link to this news (এই সময়)