• চালকের উপর হামলা, টোটো ছিনতাই করে পালালেন যাত্রী
    এই সময় | ০৪ নভেম্বর ২০২৫
  • প্যাসেঞ্জার যখন ছিনতাইবাজ। শুনতে একটু অন্যরকম লাগলেও বোলপুরের মহরমপুরে সোমবার রাতে ঘটল এমনই চাঞ্চল্যকর ঘটনা। যাত্রী সেজে টোটোয় উঠে চালকের উপর হামলার অভিযোগ। তার পরে টোটো নিয়ে চম্পট। ওই এলাকার টোটো চালক রতন দাসের টোটো ছিনতাই করে চম্পট দেন এক প্যাসেঞ্জার-সহ তিন দুষ্কৃতী। তদন্তে নেমে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন রাতে প্রদীপ কর্মকার নামের অভিযুক্ত যাত্রী সেজে ওঠেন রতনের টোটোয়। চালক রতন দাসের কাছে উত্তর নারায়ণপুর যাবেন বলে জানান। টোটো চালক ঘুণাক্ষরেও বোঝেননি এ আসলে ফাঁদ।

    অভিযোগ, পরিকল্পনা করেই টোটো চালককে ওই পথে টেনে নিয়ে যান প্রদীপ কর্মকার। সেখানে আগে থেকেই ওঁত পেতেছিলেন তাঁর তিন সঙ্গী। পূর্ব পরিকল্পনা মতো ওই রাস্তায় টোটো পৌঁছতেই লুকিয়ে থাকা তিন দুষ্কৃতী বেরিয়ে আসেন এবং চালকের উপর হামলা করেন। টোটো চালক রতনকে আচমকা মারধর শুরু করেন। অভিযোগ, টোটোর যাত্রী প্রদীপও তাঁদের সঙ্গে যোগ দেন। এর পরে আহত চালককে রক্তাক্ত অবস্থায় ফেলে টোটো নিয়ে চম্পট দেন ওই দুষ্কৃতীরা। টোটো চালকের অভিযোগ, পরিকল্পনা করেই এই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন অভিযুক্তরা। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা রতনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

    ঘটনার পর আজ শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন রতন দাস। পুলিশ দ্রুত অভিযানে নেমে অভিযুক্ত প্রদীপ কর্মকারকে আটক করে এবং ছিনতাই হওয়া টোটোও উদ্ধার করে। মারধর ও ছিনতাইয়ের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে টোটো চালকদের মধ্যে। শান্তিনিকেতন ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন স্থানীয়রা।

  • Link to this news (এই সময়)