• বিলাসপুরে বড়সড় রেল দুর্ঘটনা, প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে ধাক্কা মালগাড়ির, মৃত পাঁচ
    বর্তমান | ০৫ নভেম্বর ২০২৫
  • ৪ নভেম্বর, রায়পুর: মঙ্গলবার বিকেলে ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী ছত্তিশগড়ের বিলাসপুর। একটি মেমু প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে মালগাড়ির ভয়াবহ সংঘর্ষের জেরে মৃত্যু হল কমপক্ষে চার জনের। জখম আরও বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে অবশ্য মৃতের সংখ্যা আরও বেশি বলে দাবি করা হচ্ছে।স্থানীয়দের থেকে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল ৪টের পর বিলাসপুর স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। এত জোরে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয় যে, প্যাসেঞ্জার ট্রেনটির একটি বগি মালগাড়ির উপরে উঠে গিয়েছে।দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার পরপরই ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু হয়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, একটি সিগন্যাল ভাঙার জেরেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। তবে বিস্তারিত তদন্তের জন্য একটি দল গঠন করা হয়েছে। সংঘর্ষের ফলে ওভারহেড তার এবং সিগন্যাল সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ওই রুটে আপাতত ট্রেন চলাচল ব্যাহত রয়েছে। বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও, কিছুটা ট্রেন অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)