• এসআইআর আবহে মতুয়াদের পাশের থাকার আশ্বাস মমতার
    দৈনিক স্টেটসম্যান | ০৫ নভেম্বর ২০২৫
  • মহানগরের রাজপথে মমতা। হাতে সংবিধান। নাগরিকত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এসআইআরের প্রথম পর্যায়ের কাজ। আর সেদিনই সাধারণ মানুষের নাগরিকত্ব রক্ষায় পথে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রথম থেকেই সরব তৃণমূল সুপ্রিমো-সহ নেতা-মন্ত্রীরা।

    ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা, এসআইআর ঘোষণার পর থেকে মৃত্যুমিছিল, এসবের জন্য বিজেপিকে দায়ী করে মিছিলে হাঁটেন মমতা-অভিষেক। বি আর আম্বেডকরের মূর্তি থেকে জোড়াসাঁকো পর্যন্ত ছিল এই মিছিল। মিছিল শেষে প্রতিবাদ মঞ্চ থেকে মতুয়াদের পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল সুপ্রিমো মমতা।

    তিনি বলেন, ‘মতুয়া ভাইবোন যাঁরা এসেছেন, সামনে চলে আসুন। আপনারা সামনের সারিতে বসুন।‘ দলের নেতাদের নির্দেশ দেন মতুয়াদের সামনের সারিতে নিয়ে আসার জন্য। কোনও সমস্যা যাতে না হয় তা দেখারও নির্দেশ দেন কাউন্সিলরদের। ধমকের সুরে বলেন, ’বসে থাকা আপনাদের কাজ নয়। যান পিছনে গিয়ে ভিড় সামলান।‘

    মঙ্গলবারের মিছিলে ছিলেন দলের নেতা-কর্মী, সাংসদ, বিধায়ক থেকে কাউন্সিলররা। এছাড়াও ছিলেন মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা। সংবিধানের কপি হাতে প্রায় ৪ কিলোমিটার রাস্তা হাঁটেন মমতা-অভিষেক। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে প্রতিবাদ মঞ্চে যোগ দেন তাঁরা। আর মঞ্চে উঠেই মতুয়াদের সামনে ডেকে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ বললেন, ‘অন্যরা নয়, শুধু মতুয়ারাই সামনে আসুন। সামনের সারিতে এসে বসুন।‘

    মমতা মুখে এ কথা শুনে  মতুয়াদের মধ্যে সামনে আসার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। সতর্ক করে দিয়ে মমতা বলেন, ‘দেখবেন, পদপিষ্টের পরিস্থিতি যেন তৈরি না হয়। দলের নেতারা, আপনারা বসে আছেন কেন?  যান, পিছনে গিয়ে পরিস্থিতি সামাল। যেন কোনও সমস্যা না হয়। বসে থাকা আপনাদের কাজ নয়।‘

    বাংলাদেশ থেকে আসা মতুয়া সম্প্রদায়দের নাগরিকত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে টালবাহানা। এসআইআর আবহে নাগরিকত্ব হারানোর আশঙ্কা আরও প্রবল হয়ে উঠেছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকার আশঙ্কায় ভয়ে দিন কাটাচ্ছেন মতুয়া সম্প্রদায়ের মানুষরা।

    আর তাঁদের আবেগকে হাতিয়ার করে বনগাঁর মতুয়া গড়ে রাজনীতি করা অভিযোগ পদ্ম শিবিরের বিরুদ্ধে। বনগাঁর সাংসদ শান্তুনু ঠাকুরের মদতে ২০ টাকার বিনিময়ে ফর্মফিলাপ, ৮০০ টাকায় নাগরিকত্ব দেওয়ার ‘টোপ’ দেওয়ার অভিযোগ রয়েছে বিজেপির বিরুদ্ধে।

    এই পরিস্থিতিতে শুধু তাঁদের পাশে থাকা নয়, মতুয়া ‘ভাইবোন’দের মঞ্চের সামনে ডেকে নিয়ে অগ্রাধিকার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে বিজেপির ‘ষড়যন্ত্রে’র প্রতিবাদ মিছিলে হাঁটার পর জননেত্রীর চোখ খুঁজল মতুয়াদেরই। মঞ্চে উঠে তিনি বললেন, ‘মতুয়ারা সামনের সারিতে এসে বসুন।‘

    শুধু তাই নয়, এদিন মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মতুয়াদের নিয়ে গর্জে ওঠেন। বিজেপির পাতা ফাঁদে পা দিতে মতুয়া, রাজবংশীদের বারণ করেন তৃণমূল সেনাপতি। অসমের প্রসঙ্গ তুলে বলেন, ওখানে হিন্দুদের সঙ্গে যা হয়েছে, আপনাদের সঙ্গেও সেই পরিণতি হবে। কোনও মতুয়াকে বাংলাদেশে পুশব্যাক করতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন অভিষেক। ৮০০ টাকায় মতুয়া মহাসংঘের কার্ড আসলে আইওয়াশ, দাবি অভিষেকের।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)