ডকুমেন্ট ভেরিফিকেশন
কমিশন সূত্রের খবর, নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে কেন্দ্রীয় ভাবে। রেজাল্ট বেরোনোর পরেই নথি যাচাইয়ের কাজ শুরু হয়ে যাবে। সেন্ট্রালাইজড পদ্ধতিতে ডকুমেন্ট ভেরিফাই করা হবে। তবে ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষা আঞ্চলিক দফতর অনুযায়ী হবে। সূত্রের খবর যতটা দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া শেষ করতেই এই সিদ্ধান্ত।
কমিশন জানিয়েছে, ১৯৯৭ সাল থেকেই এসএসসি র মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়। তখন থেকেই এভাবে রিজিওনাল পদ্ধতিতেই ইন্টারভিউ নেওয়া হত। তবে, ২০২১ সালে অতিমারির জন্য সেন্ট্রালাইজড ইন্টারভিউ নেওয়া হয়েছিল। সেই একবারই সেন্ট্রালাইজড ইন্টারভিউ হয়েছে।