‘এখানে কেউ কারও ভাই নয়, শত্রু’, আপন দাদা তেজস্বীকে আক্রমণ তেজপ্রতাপের
প্রতিদিন | ০৫ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার বিহারে প্রথম দফার ভোট। এহেন পরিস্থিতিতেই ‘মহাভারত’ স্মরণ করালেন তেজস্বী যাদবের ছোট ভাই তেজপ্রতাপ যাদব। বললেন, ”এটা যুদ্ধক্ষেত্র। এখানে কেউ কারও ভাই নয়, ভাগ্নে নয়, কেবলই শত্রু।” তাঁর নিশানায় ছিলেন আরজেডি তথা এনডিএ-র ‘মুখ্যমন্ত্রীর মুখ’ তেজস্বী যাদব।
গত মে মাসেই তেজপ্রতাপ বহিষ্কৃত হয়েছিলেন দল থেকে। নেপথ্যে ছিল একটি ছবি। সেখানে তাঁকে এক মহিলার সঙ্গে দেখা গিয়েছিল। পরে জানা যায়, তাঁর নাম অনুষ্কা যাদব। দু’জনের মধ্যে নাকি ১২ বছরের সম্পর্ক। কিন্তু ২০১৮ সালে বিয়ে করেছেন তেজপ্রতাপ। পরবর্তী সময়ে যা বিবাহ বিচ্ছেদের দিকে গড়িয়েছেন। প্রশ্ন ওঠে, তাহলে কি সম্পর্কে থাকার পরও অন্য মেয়েকে বিয়ে করেছিলেন তেজপ্রতাপ। বিতর্ক ঘনাতেই লালুপ্রসাদ যাদব নিজে ঘোষণা করেন, যে তিনি তাঁর ছেলেকে দল থেকে নির্বাসিত করছেন ৬ বছরের জন্য।
এরপর থেকেই আরজেডির বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। এবার ফের ভোটের মুখে সরব হলেন তিনি। রাঘোপুরে ভাষণ দিতে গিয়ে তেজপ্রতাপকে নাম না করে তেজস্বীকে আক্রমণ করে বলতে শোনা যায়, ”আমারা ধর্মকে প্রতিষ্ঠা করতে চাই। যা ভুল হাতে চলে গিয়েছে। ভগবান কৃষ্ণ রাঘোপুরে পুনর্জন্ম নেবে। যে কৃষ্ণের কথা শুনবে না সে খাদে পড়বে। যদি তুমি কৃষ্ণকে সম্মান না করো এবং জয়চাঁদের (বিশ্বাসঘাতকের উদাহরণ হিসেবে) কথা শোনো, তাহলে তুমি খাদে পড়বে।”
উল্লেখ্য, তেজপ্রতাপ দল নির্বাসিত হয়ে একটি নতুন দল গঠন করেন। যার নাম রেখেছেন ‘জনশক্তি জনতা দল’। ওই দল বিহার নির্বাচনে ২১টি আসনে প্রার্থীও দিয়েছে। যার মধ্যে মহুয়া থেকে লড়ছেন তিনি নিজে। ভোটের আগে এবার তিনি দামামা বাজিয়ে দিলেন।