দিল্লিতে প্রতি ৭ জনে ১ জনের মৃত্যু দূষণের ছোবলে! ভয় ধরাচ্ছে পরিসংখ্যান
প্রতিদিন | ০৫ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূষণের এক সমার্থক শব্দ হয়ে উঠেছে দিল্লি। গত কয়েক বছর ধরেই এই একই ছবি দেখা যাচ্ছে। এবার সামনে এল এক বিস্ফোরক তথ্য। ‘গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ’ তথা জিবিডি-র দেওয়া তথ্যানুসারে, ২০২৩ সালে দিল্লিতে হওয়া মৃত্যুর মধ্যে ১৫ শতাংশ ক্ষেত্রেই দায়ী দূষণের ছোবল! ফলে তা হয়ে উঠেছে দিল্লির একক বৃহত্তম স্বাস্থ্য-ঝুঁকি!
এই মাসের শুরুতে ‘হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড এভোলিউশন’ দিল্লিতে হওয়া মৃত্যুর একটা তথ্যপঞ্জি প্রকাশ করে। সেই তথ্য ঘেঁটেই এই বিশ্লেষণ করল জিবিডি। জানাল, ২০২৩ সালে ১৭,১৮৮ জন মৃতের ক্ষেত্রে কারণ হিসেবে দেখা গিয়েছে দীর্ঘ সময় প্রবল দূষণের মধ্যে থাকা। অর্থাৎ প্রতি সাতে একজনের মৃত্যু হয়েছে দুষণের কারণে। নিঃসন্দেহে এই পরিসংখ্যান ভয় ধরাচ্ছে দিল্লিবাসীর মনে।
প্রসঙ্গত, দীপাবলির পর থেকেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। তাই ‘ক্লাউড সিডিং’-এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। মঙ্গলবার তার ট্রায়াল হয়। কিন্তু বৃষ্টি হয়েছে না-হওয়ার-মতো। অথচ ইতিমধ্যেই তিনটি ব্যর্থ ট্রায়াল বাবদ প্রায় ১.০৭ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। বরং লাফিয়ে বাড়ছে দূষণ। সময়সীমা বেঁধে দীপাবলিতে ‘সবুজ বাজি’তে সম্মতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে সে সময়সীমা বাস্তবে কার্যকর হয়নি। রাতভর অবিরাম আতশবাজির দৌরাত্ম্যে দূষণে হয়ে উঠেছিল দিল্লির বাতাস। বাতাসের গুণগত মান (AQI) ৪৫১-তে পৌঁছে যায়। যা ‘ভীষণ খারাপ’ পর্যায়ে পড়ে। এরপর বেশ কয়েকটা দিন কেটে গেলেও ‘দমবন্ধ’ অবস্থা কাটেনি দিল্লির। আর এই পরিবেশে বাড়ছে অসুস্থতা। বাড়ছে উদ্বেগ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-এর মতে, দিনে সাতটার বেশি সিগারেট সেবন করলে ফুসফুসে যে পরিমাণ ক্ষতি হয়, বর্তমানে দিল্লির বাতাসে শ্বাস নিলে, সেই পরিমাণ ক্ষতি হতে পারে। অন্যদিকে সুপ্রিম কোর্টে দিল্লির দূষণ সংক্রান্ত মামলার শুনানিতে জানা গিয়েছে যে দীপাবলিতে দিল্লির দূষণ সংক্রান্ত সঠিক তথ্যই নেই প্রশাসনের কাছে! এর মধ্যে বিতর্ক ও উদ্বেগ নয়া মাত্রায় পৌঁছল ২০২৩ সালের এই মৃত্যু-পরিসংখ্যানে।