• টেক অফের আগেই বিমানের আপৎকালীন দরজা খুলে দিলেন যাত্রী, তারপর…
    প্রতিদিন | ০৫ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিমানে আতঙ্ক! টেক অফের আগেই উড়ানের আপৎকালীন দরজা খুলে দিলেন এক যাত্রী। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বারাণসী থেকে মুম্বইগামী আকাশা এয়ারের বিমানে। ঘটনার পরই হুলস্থূল পড়ে যায় উড়ানের ভিতর। পরে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

    জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ আকাশা এয়ারের কিউপি ১৪৯৭ বিমানটির বারাণসী থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু টেক অফের ঠিক আগে এক যাত্রী উড়ানটির আপৎকালীন দরজা খুলে দেন। তারপরই সেখানে হলস্থূল পড়ে যায়। তড়িঘড়ি ছুটে আসেন বিমানের ‘ক্রু’-রা। খবর দেওয়া হয় বিমানের এয়ার ট্রাফিক কন্ট্রোলে (এটিসি)। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছন নিরাপত্তাকর্মীরা। ঘিরে ফেলা হয় বিমানটিকে। তারপর ওই যুবককে বাইরে বের করে আনা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম সুজিত সিং। তিনি উত্তরপ্রদেশের জৌনপুর জেলার বাসিন্দা। কিন্তু কী কারণে হঠাৎ তিনি বিমানের আপৎকালীন দরজা খুলে দিলেন? জানা যাচ্ছে, কৌতূহলবশত তিনি এমন কাজ করেছেন। তবে এর নেপথ্য়ে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
  • Link to this news (প্রতিদিন)